বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » জেএমবির ‘ব্রিগেড কমান্ডার’ মেহেদী হাসান গ্রেফতার : র্যাব ।। লালমোহন বিডিনিউজ
জেএমবির ‘ব্রিগেড কমান্ডার’ মেহেদী হাসান গ্রেফতার : র্যাব ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক শীর্ষ নেতাকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব। গ্রেফতারকৃত জঙ্গি নেতার নাম মেহেদী হাসান ওরফে আবু জিবরিল (৩০)। র্যাবের দাবি, জিবরিল জেএমবির ব্রিগেড আদ-দার-ই কুতনির কমান্ডার।
বুধবার রাতে রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এ তথ্য জানান।
তিনি বলেন, জিবরিল নব্য জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের প্রভাবশালী নেতা। সে জেএমবির ব্রিগেড আদ-দার-ই কুতনির কমান্ডার। তাকে দীর্ঘদিন ধরে গ্রেফতারের চেষ্টা চলছিল।
জেএমবির এ নেতা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করে। তার বাড়ি পটুয়াখালী জেলায় বলে জানান তুহিন মোহাম্মদ মাসুদ।