বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে জলদস্যু প্রধান মহসিন আটক ।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে জলদস্যু প্রধান মহসিন আটক ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে টানা তিন দিনের অভিযানে দুর্ধর্ষ জলদস্যু প্রধান মহসিনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বোরহানউদ্দিন থানার ওসি মো.শহীদুল ইসলাম ও এএসআই জসিমসহ ফোর্স উপজেলার কুতুবা ২নং ওয়ার্ডে তার শ্বশুরবাড়ির সামনে থেকে তাকে আটক করে। জলদস্যু মহসিন দৌলতখান উপজেলার ৫নং ওয়ার্ডের কয়ছর গাজীর ছেলে। পুলিশ সুত্র জানায়, জলদস্যু মহসিনের বিরুদ্ধে ভোলা সদর থানা, দৌলতখান থানা ও বোরহানউদ্দিন থানায় বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। বাউফল উপজেলার একাধিক জনপ্রতিনিধি জানান, মহসিনের একটি ২০-২৫ জনের জলদস্যু বাহিনী রয়েছে। তারা ভোলার পাশের জেলা পটুয়াখালীর- মঠবাড়িয়া, চর নিজাম, ভরীপাশা,চর রায়সাহেব ও চরব্যারেট পয়েন্টে ডাকাতি করে আসছে।
এর আগে ওই এলাকায় ডাকাতি নেতৃত্ব দিত গঙ্গাপুর ইউনিয়নের সেরাজ ডাকাত। তার অনুপস্থিতে বর্তমানে সব ডাকাতির নেতৃত্ব দিচ্ছেন জলদস্যু সরদার মহসিন।
নাম প্রকাশ অনিচ্ছুক তেঁতুলিয়া নদীর একাধিক জেলেরা জানান, মহসিন আটক হওয়ায় এখন নদীতে ও নদীর তীরবর্তী এলাকার জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বোরহানউদ্দিন থানার ওসি শহিদুল ইসলাম জানান, বরিশাল রেঞ্জের ডিআইজি ও ভোলা পুলিশ সুপারের নির্দেশে টানা তিন দিন অভিযান পরিচালনার পর জলদস্যু মহসিনকে আটক করা হয়েছে। তার দলের অন্য সদস্যদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।