শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | জেলার খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » রোহিঙ্গাদের কে বাড়ি ভাড়া দিতে না পুলিশের ।। লালমোহন বিডিনিউজ
রোহিঙ্গাদের কে বাড়ি ভাড়া দিতে না পুলিশের ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের বাড়ি ভাড়া না দিতে বলেছে পুলিশ। কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের পরিবহন না করতে গাড়ি মালিক-শ্রমিকদেরও বারণ করা হয়েছে।
দমন-পীড়নের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার খবর আসার প্রেক্ষাপটে শনিবার পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা পাঠানো হয়।
এতে বলা হয়, সরকার রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট স্থানে বাসস্থান-খাওয়া এবং চিকিৎসাসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে। তারা নিজ দেশে প্রত্যাবর্তন না করা পর্যন্ত নির্দিষ্ট ক্যাম্পেই অবস্থান করবেন। রোহিঙ্গাদের অবস্থান কক্সবাজারে নির্দিষ্ট শরণার্থী শিবিরে সীমাবদ্ধ রাখা হবে বলে জানায় পুলিশ।
নির্দেশনায় বলা হয় তারা ক্যাম্পের বাইরে তাদের আত্মীয়-স্বজন অথবা পরিচিত ব্যক্তিদের বাড়িতে অবস্থান-আশ্রয় গ্রহণ বা এক স্থান থেকে অন্য স্থানে গমনাগমন করতে পারবেন না। তাদেরকে নির্দিষ্ট ক্যাম্পের বাইরে কেউ যেন বাসা-বাড়ি ভাড়া না দেয়। সড়ক, রেল ও নৌ পথ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে রোহিঙ্গাদের না নিতে পরিবহন চালক-শ্রমিকদের বলা হয়েছে।
রোহিঙ্গা শরণার্থীদের কেউ অন্য কোথায় আশ্রয় নিয়েছে কিংবা চলাচল করছে, এমন খবর পেলে স্থানীয় প্রশাসনকে জানাতে বলেছে পুলিশ।
গত কয়েক দশক ধরে ৪ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হয়ে আছে। এদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার তথ্যও সরকারের কাছে রয়েছে। গত কয়েক সপ্তাহে মায়ানমার সরকারের কঠোর দমন-পীড়নের মুখে আরও অন্তত চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হয়েছে। এ শরণার্থীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের এ নাগরিকদের জন্য কক্সবাজারের উখিয়ার বালুখালীতে আশ্রয় শিবির করেছে সরকার। সেখানে তাদের নিবন্ধনের পাশাপাশি খাবার ও চিকিৎসা সেবাও দিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।