শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » পালিয়ে এসে ও কোলের সন্তানের জীবন বাঁচাতে পারলেন না মা ।। লালমাহন বিডিনিউজ
পালিয়ে এসে ও কোলের সন্তানের জীবন বাঁচাতে পারলেন না মা ।। লালমাহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: মিয়ানমার সেনাবাহিনীদের হাত থেকে রক্ষা পেতে দুর্গম পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গা নারী হানিদা বেগমও জীবন বাঁচাতে তার ছোট্ট দুধের সন্তান আবদুল মাসুদকে নিয়ে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতবার নদী পার হয়ে বাংলাদেশে আসেন। কিন্তু পথেই ওই ছোট্ট শিশুটির নিঃশ্বাস চিরদিনের জন্য ফুরিয়ে যায়।
একমাস বয়স হয়েছিল আবদুল মাসুদের। মাসুদের মা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না তার কোলের সন্তান মাসুদ আর নেই। সন্তানকে হারিয়ে মায়ের মাতম থামছেই না। শিশুটির দেহ বুকে জড়িয়ে ধরে রেখেছে মা হানিদা। হানিদা বার বার বলছেন তার সন্তান এখনই জেগে উঠবে।
হানিদা তা বিশ্বাস করতেই পারছেন না তার শিশুসন্তান আর নেই। এমন দৃশ্য দেখে উপস্থিত বাকিরাও চোখের পানি আটকে রাখতে পারেননি।
মিয়ানমার থেকে ছোট নৌকায় করে ওই রোহিঙ্গা নারী তার দুই সন্তানকে নিয়ে পারাপারের সময় নৌকাটি ডুবে গেলে আবদুল মাসুদের মৃত্যু হয়। তবে হানিদার আরেক সন্তান বেঁচে আছে।
কিন্তু সন্তানের এভাবে মৃত্যু হানিদা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সে তার সন্তানকে কোলে নিয়ে আদর করছেন। আর কাঁদছেন। এ দৃশ্য দেখে আশেপাশের মানুষও তাদের চোখের জল ধরে রাখতে পারছেন না।