
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বিপন্ন মানবতা, লালমোহনে বিপক্ষ কে ফাঁসাতে শিশু কন্যাকে হত্যা করলো মা!।। লালমোহন বিডিনিউজ
বিপন্ন মানবতা, লালমোহনে বিপক্ষ কে ফাঁসাতে শিশু কন্যাকে হত্যা করলো মা!।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন নতুন বাজার এলাকায় প্রতিপক্ষ কে ফাঁসানোর জন্য দেবরের সহযোগীতায় নিজের দেড় মাসের শিশু কন্যা কে পানিতে ফেলে হত্যা করলো মা। প্রতিপক্ষের নামে মামলা দিতে স্বামীকে থানায় পাঠিয়ে অবশেষে আসামী হলেন পাষন্ড মা ।
বুধবার সন্ধ্যায় কালমা ইউনিয়ন ৮নং চরলক্ষী গ্রামে এ ঘটনাটি ঘটে।
থানা ও বাদী সুত্রে জানা যায়, উপজেলার কালমা ইউনিয়ন ৮নং ওয়ার্ড চরলক্ষী গ্রামের কাঞ্চন চৌকিদার বাড়ীর মো: জাকির হোসেনের দু ছেলে মো: এরশাদ ও মাসুদ। জাকির হোসেনের দু ছেলেই দিনমজুর। দুজনেই বিবাহিত । গত মাস দেড়েক পূর্বে এরশাদ ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় স্ত্রী সালমা বেগম । সুখের সংসার থাকলে ও তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এরশাদের চাচা মো: নুরুল ইসলামের সাথে প্রায় ঝগড়া লেগে থাকতো। সেজন্য চাচা শশুর কে ফাঁসানোর জন্য নিজের দেবর মো: মাসুদের সাথে ফন্দি আঁটে সালমা বেগম । তারই জেরে বুধবার সন্ধ্যায় স্বামীর অবর্তমানে নিজের দেড় মাসের কন্যা সন্তান সুমাইয়াকে বাড়ির পেছনের পুকুরে ফেলে হত্যা করেন মা সালমা বেগম ও দেবর মাসুদ। সংবাদ পেয়ে স্বামী বাড়িতে ফিরলে শিশু কন্যাকে হত্যার দায়ে চাচা শশুর নুরুল ইসলামের নামে মামলা করতে স্বামী ও দেবর কে থানায় পাঠায় সালমা ।
অপরদিকে মামলা করার উদ্দেশ্যে এরশাদ ও তার ভাই মাসুদ থানায় আসে এবং সত্যি ঘটনাটি তুলে ধরে মো: এরশাদ বাদী হয়ে তার স্ত্রী ও ভাই মাসুদ কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে । মামলা নং- ৭
মো: মাসুদ নামের এক আসামী কে গ্রেফতার করে লালমোহন থানা পুলিশ ।
মামলার বাদী এরশাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার অনুপস্থিতিতে তারা আমার মেয়েক পানিতে ফেলে দেয় । আামার চাচী বাচ্চাটাকে উদ্ধার করে স্থানীয় নতুনবাজার একটি ফার্মেসীতে নিয়ে গেলে আমার সাথে দেখা হয় । তখন বাচ্চাটি মৃত । বাড়ি গিয়ে দেখি আমার মা বাবা, ভাই ও স্ত্রী ঘরের মধ্যে বসে রয়েছে । আমাকে তারা চাচা নুরুল হকের নামে মামলা করতে বললে আমি থানায় এসে সত্য ঘটনা তুলে ধরে সত্যিকারের হত্যাকারীদের কে আসামী করে মামলা করেছি।