মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » চাকুরি জাতীয় করণের দাবীতে বোরহানউদ্দিনে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মানববন্ধন।।লালমোহন বিডিনিউজ
চাকুরি জাতীয় করণের দাবীতে বোরহানউদ্দিনে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মানববন্ধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে বেসরকারি স্কুল,কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয় করণের দাবীতে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকাল ১১ থেকে ১ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যলয়ের সামনে এ মানবন্ধন অনুষ্টিত হয়। মানব বন্ধনে উপজেলা বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসা, ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক কর্মচারী অংশ গ্রহন করেন। বেসরকরি শিক্ষক কর্মচারী ফোরামে আহবায়ক আঃ হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ন আহব্বায়ক ও সহকারি শিক্ষক নীল রতন, দালালপুর এস,জে, পাড়া মহিলা দাখিল মাদ্রাসা সুপার আবু নোমান মোঃ মুসলিম, নূরিয়া মাদ্রাসার সুপার মাওঃ নুরুল ইসলাম, মনিরাম কলেজের প্রভাষক জাকারিয়া আজম,আলিয়া মাদ্রাসার প্রভাষক মাকসুদুর রহমান,রাস্তার মাথা শরীফিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রায়হান শরীফ, গফুরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ রশিদ প্রমূখ। পরবর্তীতে উপজেলা র্নিবাহী অফিসারে মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।