মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ১০৩টি পূজা মন্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি।।লালমোহন বিডিনিউজ
ভোলায় ১০৩টি পূজা মন্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,কামরুজ্জামান শাহীন: এ বছর ভোলা জেলায় ১০৩ টি পুজা মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে। আগামী ১৯ সেপ্টেম্বর পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে শেষ হবে ৩০ সেপ্টেম্বর।
এই উপলক্ষে জেলা শহর ও উপজেলা গুলোতে পূজা মন্দিরে মাটি দিয়ে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ দ্রুত এগিয়ে চলছে।
জেলা পূজা মন্ডপ কমিটি সূত্রে জানা যায়,গত বছর ১০০টি মন্ডপে পুজা হলেও এ বছর ৩টি পুজা বেড়েছে। জেলার সাত উপজেলায় সর্বমোট ১০৩টি মন্ডপের মধ্যে জেলা সদরে ২৫টি, দৌলতখানে ৬টি, বোরহানউদ্দিনে ২০টি, লালমোহনে ১৮টি, চরফ্যাশনে ১৩টি. তজুমদ্দিনে ১২টি এবং মনপুরা উপজেলায় ৯টি পূজা মন্ডপে সার্বজনিন দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। আর কঠোর নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ জানান, এ বছর দুর্গা দেবী নৌকায় এসে দোলায় চলে যাবেন। আগামী ১৯ সেপ্টেম্বর দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আর ২৫ সেপ্টেম্বর দুর্গোৎসবের মূল পূজা শুরু হয়ে শেষ হবে ৩০ সেপ্টেম্বর।
অন্যদিকে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন জানান, শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে ভোলার ৭ উপজেলার থানা পুলিশের পক্ষ থেকে নেয়া হবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পূজা চলাকালীন দর্শনার্থীদের নিরাপত্তা দিতে পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে নারী ও পুরুষ পুলিশ সদস্যরা বিভিন্ন পূজা মন্ডপসহ গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে বিশেষ নজরদারী রাখবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দূর্গাউৎসব পালনে পুলিশের সকল প্রকার সহযোগীতা করবেন পুলিশ সুপার।