মঙ্গলবার, ১৯ মে ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক | শিরোনাম | সর্বশেষ » ৩৬ ঘণ্টা ঢাকায় অবস্থান করবেন মোদি
৩৬ ঘণ্টা ঢাকায় অবস্থান করবেন মোদি
সোহেল ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৬ জুন বাংলাদেশে আসছেন। ৩৬ ঘণ্টা অবস্থান করে পরদিন ঢাকা ত্যাগ করবেন তিনি।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ তথ্য অবহিত করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ জন্য সব প্রস্ততি নেয়া হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে অর্থমন্ত্রী জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৬ জুন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং পরদিন ৭ জুন সন্ধ্যায় দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এ দু’দিনে মোট ৩৬ ঘণ্টা ঢাকায় অবস্থান করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির প্রধানমন্ত্রীর ঢাকা সফর নিয়ে তারা নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানা গেছে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণায় সূত্রে জানা গেছে, মোদির সফরকে কেন্দ্র করে তার নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য অগ্রবর্তী একটি দল সোমবারই ঢাকা এসে পৌঁছেছে। তারা ঢাকায় নরেন্দ্র মোদি কোথায় অবস্থান করবেন, কী খাবেন, চলাফেরার সম্ভাব্য রুট সম্পর্কে অবহিত হবে বলে জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রীর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবে।
এ ছাড়া সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মোদির সফরের প্রস্তুতি নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।