সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্ভোধন।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্ভোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : সন্ত্রাস, জঙ্গি, চাদাঁবাজি, মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও সাইবার ক্রাইম প্রতিরোধে ভোলার বোরহানউদ্দিনে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে ।
সোমবার বিকাল ৪টায় উপজেলা অডিটরিয়ামে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচাজ মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে বিট পুলিশিং কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মো: মোক্তার হোসেন , বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ‘লীগ সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্ল্যাহ। এসময় আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার সহ অন্যান্য জনপ্রতিনিধিগন।