রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বিমান, নৌ ও সড়ক পথে রোহিঙ্গাদের ভ্রমনে নিষেধাজ্ঞা ।। লালমোহন বিডিনিউজ
বিমান, নৌ ও সড়ক পথে রোহিঙ্গাদের ভ্রমনে নিষেধাজ্ঞা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গারা সারা দেশে যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বিমান, নৌ ও সড়ক পথে তাদের ভ্রমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
যে কোন ধরনের পরিবহনে তারা ভ্রমন করতে পারবেন না।
গতকাল শনিবার বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশ নিয়ে সীমান্তবর্তী এলাকার আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। তাদের বায়োমেট্টিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। তাদের আইডি কার্ড দেওয়া হবে। পাশাপাশি ডাটাবেজ করা হবে।