শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের চরগংগাপুর গ্রামে ১৬০ জন গ্রাহকের মধ্যে পল্লী বিদ্যুতায়নের মিটার সংযোগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেছেন। শুক্রবার বিকালে বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাস্থিত থেকে শুভ উদ্বোধন শেষে বক্তব্যদেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা পল্লী বিদ্যুতের জি.এম (এম.এস) মোঃ আবদুল বাছেদ, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুলের একান্ত সচিব হাসান মাহামুদ আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন , উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম রুবেল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ মহিবুল্লাহ মৃধা।