বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন ও কচুয়াখালী সংযোগ ব্রিজের বেহাল দশা, দূর্ভোগে দশ সহস্রাধিক মানুষ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন ও কচুয়াখালী সংযোগ ব্রিজের বেহাল দশা, দূর্ভোগে দশ সহস্রাধিক মানুষ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়ন ১ নং ওয়ার্ড কচুয়াখালী । প্রায় দশ সহস্রাধিক জনতার বসবাস এ এলাকায় । চর উমেদ ইউনিয়ন সদর ও লালমোহন এর সাথে যোগাযোগ রক্ষার জন্য স্থানীয় আযম রোডের উপর নির্মানাধীন ব্রিজটিই একমাত্র ভরসা ।
অথচ গত এক বছর যাবৎ নির্মান করা হচ্ছে ব্রিজটি । সমাপ্ত কবে হবে তা জানা নেই কারো ।
তাই সীমাহীন দূর্ভোগ থেকে লাগবের আশায় স্থানীয় জনতা অর্ধসমাপ্ত ব্রিজের উপর দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করে চলাচল করছে ।
অর্ধসমাপ্ত ব্রিজটির পিলারের উপর দাড়িয়ে আছে লোহার রড । এলাকার কোমলমতি শিশু কিশোর, নারী পুরুষ একপ্রকার ঝুঁকি নিয়েই এ সাঁকো পার হচ্ছে ।
একটু অসাবধানতায় ঘটে যেতে পারে বড় কোন দূর্ঘটনা ।
দূর্ঘটনার দায়ভার নেবে কি ব্রিজ নির্মানকারী প্রতিষ্ঠান ?
তাদের এমন উদাসিনতায় হতবাক স্থানীয় জনতা ।
তাই অত্র এলাকার জনসাধারণের দূর্ভোগ লাগব ও ব্রিজটি দ্রুত নির্মানে লালমোহন ও তজুমদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি’র দৃষ্টি কামনা করছেন অত্র এলাকার সহস্রাধিক জনতা ।