মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের বিষয়ে ইউএনও’র সংবাদ সম্মেলন।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের বিষয়ে ইউএনও’র সংবাদ সম্মেলন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে “ মাদকমুক্ত ভোলা গড়তে, সম্প্রীতির ফুটবল ” এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত ভোলা গড়ার প্রত্যয়ে যুব সমাজকে ক্রীড়া অনুরাগী করে গড়ে তোলার লক্ষ্যে ভোলা জেলার ৮ টি দল নিয়ে ২য় আসর আলী আজম মুকুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ -এর অনুষ্ঠানের বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দূস সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে বলেন, আলী আজম মুকুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুইটি গ্রুপে ভোলা জেলার মোট ৮ টি দল অংশগ্রহণ করবে। ‘ক’ গ্রুপের দলগুলো হচ্ছে, চরফ্যাসন, তজুমদ্দিন, দৌলতখান, বোরহানউদ্দিন। ‘খ’ গ্রুপের দলগুলো হচ্ছে, ভোলা, মনপুরা,লালমোহন, শশীভুষণ। ০৯/০৯/১৭ ইং রোজ শনিবার বিকাল ৩টার সময় বোরহানউদ্দিন সরকারী আব্দুল জব্বার কলেজ মাঠে ‘ক’ গ্রুপের বোরহানউদ্দিন বনাম তজুমদ্দিন এর খেলার মাধ্যমে প্রথম রাউন্ড খেলা উদ্ভোধন হবে। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলী আজম মুকুল। টুর্নামেন্টটি উদ্ভোধন করবেন ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। টুর্নামেন্টটি আয়োজন করেছেন বোরহানউদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিনের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বোরহানউদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন শিমুল, সাপ্তাহিক “পূর্ব-পর” পত্রিকার সম্পাদক কবি হাসান মাহামুদ, বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম.এ হান্নান, সাংগঠনিক সম্পাদক এইচ.এম এরশাদ সহ সকল সদস্যবৃন্দ। বোরহানউদ্দিন যুগান্তর প্রতিনিধি নীল রতন। বোরহানউদ্দিন শাহাবাজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ সকল সদস্যবৃন্দ। রিপোর্টাস ইউনিটির সভাপতি মোবাশ্বের হোসেন শিপন, সাধারণ সম্পাদক, মোঃ মনিরুজ্জামান সহ সকল সদস্যবৃন্দ। বোরহানউদ্দিন প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এ আকরাম সহ সকল সদস্যবৃন্দ।