রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » আগামী নির্বাচনে এ আসনে বিএনপি প্রার্থী জামানত হারাবে- লালমোহনে এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
আগামী নির্বাচনে এ আসনে বিএনপি প্রার্থী জামানত হারাবে- লালমোহনে এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: আগামী নির্বাচনে ভোলা ৩ লালমোহন ও তজুমদ্দিনের জনগন কে সাথে নিয়ে এ আসনে আওয়ামীগের বিজয় নিশ্চিত করা হবে এবং বিএনপি থেকে যে প্রার্থীকেই মনোনয়ন দেয়া হোক না কেন জনগন কে সাথে নিয়ে ঐ প্রার্থীর জামানত বাতিল করা হবে বলে মন্তব্য করেছেন এমপি শাওন ।
নিজ নির্বাচনী এলাকায় ঈদূল আজহা উদযাপনের দ্বিতীয় দিন রবিবার সকালে ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ তারা মসজিদ মাঠে উঠোন বৈঠকে বক্তব্যকালে তিনি একথা বলেন ।
তিনি আরো বলেন, বিএনপি জামায়াত জোটের আমলে সারা দেশের ন্যায় এ এলাকাটি ও অবহেলীত ছিল । বর্তমান সরকার ও আমার সময়ে অবহেলীত লালমোহন তজুমদ্দিন কে উন্নয়নের জনপদে রুপ দিতে পেরিছি । বিএনপি শাসনামলের হিংসার রাজিনীতির পতন ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনার ফলে আজ বিএনপি দূর্গ ভেঙ্গে মানুষ আওয়ামীলীগে যোগ দিয়েছে ।
এরপুর্বে নিজ নির্বাচনী এলাকার মসজিদগুলোতে অনুদান প্রদানের অংশ হিসেবে লালমোহন উপজেলার কয়েকটি মসজিদে আর্থিক অনুদান প্রদান করেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ।