শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » এবার মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল- ওবায়দুল কাদের ।। লালমোহন বিডিনিউজ
এবার মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল- ওবায়দুল কাদের ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: সরকারের সর্বাত্মক চেষ্টায় এবার মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের পেশকারহাট মোবারকিয়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের সর্বাত্মক চেষ্টায় মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল। আবার কর্মস্থলে যেন তারা স্বস্তিতে ফিরতে পারে আমরা সেই ব্যবস্থাও করেছি।
তিনি বলেন, আমরা যারা রাজনীতি করি, দেশকে বাদ দিয়ে রাজনীতি হয় না। মানুষ এখন নেতিবাচক রাজনীতি পছন্দ করে না। তাই দেশের স্বার্থে, মানুষের স্বার্থে নেতিবাচক রাজনীতি পরিহার করে সবাইকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে হবে, এটাই হোক আজকের প্রার্থনা।
এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।