মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » খাদ্য মজুদে ঘাটতি থাকায় ঈদূল আজহায় ভিজিএফ চাল দিচ্ছেনা সরকার ।। লালমোহন বিডিনিউজ
খাদ্য মজুদে ঘাটতি থাকায় ঈদূল আজহায় ভিজিএফ চাল দিচ্ছেনা সরকার ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: প্রত্যেক ঈদে ভিজিএফ কার্ডধারী প্রায় ৮৮ লাখ পরিবারকে বিনামূল্যে ২০ কেজি করে চাল দিয়ে আসছিল সরকার। খাদ্য মজুদে ঘাটতি দেখা দেয়ায় এবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ কর্মসূচি বাস্তবায়ন করতে পারছে না।
ভিজিএফ কর্মসূচি স্থগিতের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল বলেন, খাদ্য পরিধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভিজিএফ কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। সরকার আবার যখন সিদ্ধান্ত নেবে তখন এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
ভিজিএফ কর্মসূচি স্থগিতের বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এবার আমরা অভ্যন্তরীণ বাজার থেকে ১৫ লাখ মেট্রিক টন খাদ্যশষ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। হাওর অঞ্চলে আগাম বন্যা ও উত্তরাঞ্চলে ব্লাস্ট রোগের মাধ্যমে ধান চিটা হয়ে যাওয়ায় বোরো আবাদে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
ফলে দেশীয় বাজার থেকে বোরো সংগ্রহ করে মজুদ পূরণ করা সম্ভব হয়নি। এসব কারণে ১৫ মেট্রিক টনের স্থলে আড়াই লাখ টনও সংগ্রহ করা সম্ভব হয়নি।
মজুদ ঠিক রাখতে আন্তর্জাতিক বাজার থেকে আমাদের চাল আমদানি করতে হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।
খাদ্য অধিদ্প্তরের আরেক কর্মকর্তা বলেন, দেশের বিভিন্ন খাদ্যগুদামে সব সময়ের জন্য ১০ লাখ মেট্রিক টন চাল সব সময় মজুদ রাখা হতো। এবার এখন মজুদের পরিমাণ কমে আড়াই লাখ টনে নেমে এসেছে। তিনি জানান, অভ্যন্তরীণ বাজার থেকে চাল সংগ্রহ করা সম্ভব হয়নি। এখন দরপত্রের মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে চাল আমদানি করে মজুদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ভিজিএফ কর্মসূচি স্থগিতের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ হোসেন বলেন, আমরা শুধু এ কর্মসূচি বাস্তবায়ন করি। চাল সরবরাহ করে থাকে খাদ্য মন্ত্রণালয়। এখন খাদ্য মন্ত্রণালয় আপাতত এ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় চাল সরবরাহে অপারগতা জানিয়েছে। ফলে এ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
তিনি আরো বলেন, এ কর্মসূচি আপাতত স্থগিত করা হলেও খাদ্য মজুদ যখন বাড়বে, সরকার আবার এ কর্মসূচি চালু করতে পারে।