মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বরিশাল বিভাগে শ্রেষ্ঠ নির্বাহি অফিসার নির্বাচিত বোরহানউদ্দিনের ইউএনও।।লালমোহন বিডিনিউজ
বরিশাল বিভাগে শ্রেষ্ঠ নির্বাহি অফিসার নির্বাচিত বোরহানউদ্দিনের ইউএনও।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ ,বোরহানউদ্দিন প্রতিনিধি: বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহি অফিসার নির্বাচিত হলেন ভোলার বোরহানউদ্দিনের সুদক্ষ ইউএনও মোঃ আঃ কুদদূস।
বোরহানউদ্দিন উপজেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অসামান্য অবদান রাখায় বরিশাল বিভাগীয় নির্বাচন কমিটি বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহি অফিসার হিসাবে তাকে নির্বাচিত করেন। ২৮ আগস্ট তাকে বিভাগের শ্রেষ্ঠ নির্বাহি অফিসার হিসাবে নির্বাচিত করা হয় বলে তথ্যটি নিশ্চিত করেন উপজেলা নির্বাহি অফিস। এ খবরে সোশ্যাল মিডিয়া তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলার বিভিন্ন স্তরের মানুষ। ইউএনও’র এ সম্মান অর্জনে তারাও গর্বিত।
সূত্রমতে জানা গেছে, গত ১ বছর পূর্বে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা হিসাবে যোগদান করেন মোঃ আঃ কুদদূস। যোগদানের পর থেকে শিক্ষা, সাংস্কৃতি, ক্রীড়া অঙ্গনসহ সকল ক্ষেত্রে আমূল পরির্তন আনয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তিনি। উপজেলাটিকে আধুনিক মানে গড়ে তোলার লক্ষ্যে সর্বক্ষেত্রে কাজ করে যাচ্ছে এ সুদক্ষ কর্মকর্তা।
প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কলেজ প্রতিষ্ঠান গুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের কে উপস্থিতি নিশ্চিত করণসহ শিক্ষার মান উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছে। একটু সময় পেলেই ক্লাস নেয়ার জন্য ছুটে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তার ক্লাসে শিক্ষার্থীরাও বেশ মনোযোগ সহকারে অংশ গ্রহন করেন।
তিনি মানুষের বিনোদনের জন্য তেতুঁলিয়া নদীর তীরে গড়ে তোলেন পরিবেশ বান্ধব ইকো পার্ক। এছাড়া ১৪ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে বোরহানউদ্দিন উপজেলায় ১ মিনিটে ১ লক্ষ বৃক্ষ রোপন করে ইতিমধ্যে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন ।