
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ঈদুল আযহাকে সামনে রেখে চরফ্যাশনে সক্রিয় হচ্ছে জুয়া,মাদক-জাল টাকার ব্যবসা।।লালমোহন বিডিনিউজ
ঈদুল আযহাকে সামনে রেখে চরফ্যাশনে সক্রিয় হচ্ছে জুয়া,মাদক-জাল টাকার ব্যবসা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুজ্জামান শাহীন,চরফ্যাশন: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চরফ্যাশনে সক্রিয় হয়ে উঠছে জুয়া, মাদক ও জাল টাকা ব্যবসায়ী চক্র। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দূর-দূরান্ত থেকে পেশাদার জুয়াড়ি, মাদক ও জাল টাকা ব্যবসায়ীরা এখানে সহজেই আসতে পারে।
জানা যায়, উপজেলার জুয়ার আখড়া হিসেবে বেশি পরিচিত চরমাদ্রাজ,রসুলপুর,এওয়াজপুর ও চরকলমী ইউনিয়ন। কয়েকদিন আগে বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে কিছু জুয়াড়িকে আটক করে পুলিশ। এখন ঈদুল আযহাকে কেন্দ্র করে এ চক্রটির কিছু সদস্য আবার সক্রিয় হয়ে উঠছে।
এদিকে উপজেলার এমন কোন ইউনিয়ন নেই যেখানে মাদক ক্রেতা-বিক্রেতা অথবা সেবনকারী নেই। অপরদিকে ঈদ সামনে রেখে জাল টাকা ব্যবসায়ী চক্র সক্রিয় হয়ে উঠছে। উপজেলার বিভিন্ন পশুরহাট ঘুরে দেখা গেছে জাল টাকা শনাক্তের কোন যন্ত্র নেই।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু. এনামুল হক ও শশীভূষন থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল বাসার বলেন, আমরা প্রতিনিয়ত জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত রাখছি। প্রতিটি পশুরহাটে আমাদের পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।