সোমবার, ২৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের “বন্ধু-৯২”এর বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরন।।লালমোহন বিডিনিউজ
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের “বন্ধু-৯২”এর বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি: “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”এই স্লোগানকে সামনে রেখে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯২ ব্যাচের “বন্ধু-৯২”সংগঠন এর পক্ষ থেকে দিনাজপুর বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরন করেন।
গত ২৫ শে আগষ্ট সংগঠনের সাংগঠনিক সম্পাদক সালেহ্ রনক ও প্রচার সম্পাদক মোঃ সুলতান আহাম্মেদ মিজুর নেতৃত্বে সংগঠনের সভাপতি মোঃ নূর-আল-আজাদ (রাসেল) ও সহ-সভাপতি মোঃ মাকিন উদ্দিন আরিফ ত্রাণ কার্যক্রম পরিচালনায় সার্বিক সম্বনয় ও যোগাযোগ রক্ষার মাধ্যমে দিনাজপুরের বন্যা কবলিত ৫টি এলাকায় ১১৭টি পরিবারের মধ্যে নগদ ৫০০/- টাকা করে সাহায্য প্রদান করাহয়।
এ ব্যাপারে সংগঠনের সভাপতি জনাব মোঃ নূর-আল-আজাদ (রাসেল) জানান “বন্ধু-৯২”হলো ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত একটি সামাজিক সংগঠন এর ইতিহাস খুব বেশী পুরানো নয়। মাত্র তিন মাস আগে প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত সংগঠনটি খুব অল্প সময়ের মধ্যে অর্জন করেছে মানুষের আস্থা ও ভালোবাসা। সম্পূর্ন অরাজনৈতিক এবং জরুরি মূহুর্তে সদস্য বন্ধুদের ও সাধারন মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক সালেহ্ রনক জানান, দ্বীপ জেলা ভোলার একটি বন্ধু সংগঠন সম্পূর্ন নিজেদের উদ্যোগে দিনাজপুরের বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়ানোয় স্থানীয় সকল মানুষ বিস্মিত হয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ৯২” বন্ধুর পথ পাড়ি দিয়ে সকল সময় অসহায় মানুষের পাশে বন্ধু হয়ে পাশে থাকার চেষ্ঠা অব্যাহত রাখবে।