সোমবার, ২৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে বিদ্যূতের কারণে বরফ সংকটে আড়ৎ দাররা,পচে যাচ্ছে ইলিশ,বিপাকে জেলেরা।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে বিদ্যূতের কারণে বরফ সংকটে আড়ৎ দাররা,পচে যাচ্ছে ইলিশ,বিপাকে জেলেরা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালী ইলিশ। মেঘনা, তেতুলিয়াসহ সাগর থেকে জেলেরা ইলিশ মাছ ভর্তি ট্রলার নিয়ে ভীর করছে বিভিন্ন মৎস্য আড়তে।
তবে বিপত্তি ঘটেছে বরফ নিয়ে। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পরলেও বরফ সংকটে তা পচে যাচ্ছে। ফলে বিপাকে পড়েছেন জেলেরা।
আজ দিনব্যাপী মৎস্য ঘাটগুলো ঘুরে দেখা যায়, উপকূলীয় এলাকার ইলিশের আকাল মুহূর্তে বিপুল পরিমানের ইলিশ পাওয়ায় জেলেদের মধ্যে একধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। পাইকার, আড়ৎদার, জেলে ও শ্রমিকরা মাছ কেনাবেচা করে মোকামের উদ্দেশ্যে প্যাকেটজাত করছে। অন্যদিকে, মাছ বিক্রি করে আবার ট্রলার নিয়ে মাছ ধরতে সাগরে ছুটছে জেলেরা। সব মিলিয়ে উপকূলীয় জেলে পল্লী ও মৎস্য আড়তে ব্যস্ত সময় পার করছে জেলেরা।
এদিকে বিপুল পরিমান ইলিশ উৎপাদন হওয়ায় মৎস্য আড়ৎ এলাকায় বিদ্যুৎ সমস্যার কারণে চাহিদা মতো পর্যাপ্ত বরফ উৎপাদন হচ্ছে না। চরফ্যাসনের সামরাজ, ঢালচর, বকশী, খেজুরগাছিয়া, ঘোষেরহাট, মাদ্রাজ বেড়িভাঙ্গা, বেতুয়া, হাজীরহাট, চরপাতিলা, কুকরি-মুকরি, ঘাটগুলোতে দেখা দিয়েছে বরফ সংকট।
ফলে সাগরে গিয়ে মাছ ধরতে হিমশিম খাচ্ছে জেলেরা। অন্যদিকে বরফ সংকট থাকায় মহাজনরা মাছ কিনে বিপাকে পড়ছেন। বড়ফের অভাবে বিপুল পরিমান মাছ নষ্ট হওয়ার আশঙ্কায় ভুগছেন জেলে ও আড়ৎদাররা।