রবিবার, ২৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে থানা থেকে আসামীর পলায়ণ, ৪ ঘন্টা পর পুনরায় আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে থানা থেকে আসামীর পলায়ণ, ৪ ঘন্টা পর পুনরায় আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: ভোলার লালমোহন থানা থেকে এক আসামী পলায়ণের প্রায় ৪ ঘন্টা পর পুনরায় আটক করেছে লালমোহন থানা পুলিশ ।
থানা সুত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ২টার সময় লালমোহন পৌর ৬নং ওয়ার্ড দেলু আড়ৎদার বাড়ীর মোঃ শফিজল ইসলামের ছেলে সুমন (২৮) স্থানীয় পৌরসভা গেট মাতবরের দোকান এলাকায় ঘোরাফেরা করার সময় তাকে সন্দেহ জনক ভাবে আটক করে পুলিশ।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় অ¯্র উদ্ধার করা হয় । পরবর্তীতে তাকে থানায় নিয়ে এসে ডাকাতির প্রস্তুতিমূলক মামলার আসামী করা হয় । মামলা নং ১৫ ।
রবিবার সকাল সাড়ে ৯টায় আসামী সুমন কে ভোলা কোর্টে প্রেরণের জন্য থানা থেকে বের করার সময় সে টয়লেটের কথা বললে থানা ভবনের নিচতলার টয়লেটে নিয়ে যায় পুলিশ ।
এসময় সুমন টয়লেটের ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে যায়।
পরবর্তীতে পলাতক সুমন কে পুনরায় গ্রেফতার করতে প্রায় ৪ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় সুমনের নামে পলাতক মামলা দায়ের করে পুলিশ। মামলা নং ১৬।
লালমোহন থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, স্থানীয় মুন্সি বাড়ীর পেছনের ধান ক্ষেত থেকে পলাতক সুমন কে পুনরায় আটক করা হয় ও অভিযানে আমার একজন কনেস্টবল আহত হয়েছে।