রবিবার, ২৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন থানা থেকে আসামী পালায়ন,পুণরায় গ্রেফতারের জন্য পুলিশি অভিযান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন থানা থেকে আসামী পালায়ন,পুণরায় গ্রেফতারের জন্য পুলিশি অভিযান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : লালমোহন থানা থেকে সুমন (৩৮) নামের এক নিয়মিত মামলার আসামী পালায়ন করেছে। রবিবার সকাল সাড়ে ৯ টায় ওই আসামী পালিয়ে যায়। পালায়ন কৃত সুমন পৌর শহরের ৬ নং ওয়ার্ডের রফিজলের ছেলে। আসামী থানা থেকে পালায়নে ব্যাপক খোজাখুজি চলছে ।
থানার ডিইউটি অফিসার এসআই ঘনেষ জানান, সুমন কে একটি নিয়মিত মামলায় শনিবার রাতে পৌর গেট নাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে টয়লেটের বেন্টিলেশন ভেঙ্গে পালিয়ে যায়।
লালমোহন থানার ওসি হমায়ুন কবীর নিশ্চিত করে বলেন, সুমনকে পুণরায় গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে।