মঙ্গলবার, ১৯ মে ২০১৫
প্রথম পাতা » জাতীয় | শিরোনাম | সর্বশেষ » সাংবাদিকদের অনুদান আবেদনের শেষ তারিখ ২২ মে
সাংবাদিকদের অনুদান আবেদনের শেষ তারিখ ২২ মে
রাসেল সিকদার ঢাকা :প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সমস্যাগ্রস্ত সাংবাদিকদের সরকারি অনুদান আবেদনের শেষ তারিখ ২২ মে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের সাংবাদিক সহায়তা অনুদান নীতিমালা অনুযায়ী সমস্যাগ্রস্ত সাংবাদিকদের এই অনুদান দিয়ে থাকে তথ্য মন্ত্রণালয়। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এই সুবিধা পাবেন।
তবে শুধু আর্থিকভাবে অসচ্ছল, দুর্ঘটনায় পতিত সাংবাদিক এবং মৃত্যুজনিত কারণে সাংবাদিক পরিবার এ ভাতার অধিকারী হবে। তথ্য মন্ত্রণালয় স্থানীয় প্রশাসন ও সাংবাদিক সংগঠনের সহায়তায় অথবা সরাসরি অসচ্ছল সাংবাদিকদের এই অনুদান দিয়ে থাকে।
নীতিমালায় বলা হয়, ‘আর্থিভাবে অসচ্ছল’ বলতে, ‘বার্ধক্যজনিত, শারীরিক অক্ষমতা কিংবা দুর্ঘটনাজনিত কারণে উপার্জনে অক্ষম অথবা অন্য কোনো উৎস থেকে জীবনধারণের জন্য সন্তোষজনক আয় নেই এমন সাংবাদিককে বোঝাবে।’
অনুদান নীতিমালায় জনপ্রতি মাসে দুই হাজার টাকা, বিশেষ ক্ষেত্রে চার হাজার টাকা হারে দেওয়ার বিষয়ে উল্লেখ আছে। মৃত্যু, অসুস্থতা কিংবা দুর্ঘটনাজনিত চিকিৎসার ক্ষেত্রে এককালীন অনুদান সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত দিতে পারে মন্ত্রণালয়।