শুক্রবার, ২৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্র নিহত।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্র নিহত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে ট্রাক চাপায় শামীম (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার(২৫আগস্ট) সকাল পৌনে ৯ টার দিকে চরফ্যাশন কেরামতিয়া আলিয়া মাদ্রসার ব্রীজ সংলগ্ন কলেজ গেইট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শামীম উপজেলার আমিনাবাদ গ্রামের ইউনুছ মিয়ার ছেলে এবং স্থানীয় একটি কাওমী মাদ্রাসার ৭শ্রেনীর ছাত্র।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু. এনামুল হক এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, সকাল পৌনে ৯টার দিকে বাই সাইকেল চালিয়ে চরফ্যাশন বাজারে আসছিল শামীম। এসময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালকে আটক করে।