শুক্রবার, ২৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ | শিরোনাম | সর্বশেষ » বরগুনায় শিক্ষিকা ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
বরগুনায় শিক্ষিকা ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : বরগুনার বেতাগী উপজেলায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে স্কুল শিক্ষিকাকে গণধর্ষণ মামলার প্রধান আসামি সুমন বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে বরগুনা থানা ও রামগতি থানার সহযোগিতায় লক্ষ্মীপুরের রামগতি পৌর শহরের চরসীতা এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বরগুনা থানায় হস্তান্তর করা হয়।
সুমন বিশ্বাস বরগুনার জেলার বেতাগী উপজেলার হোছনাবাদ এলাকার বাসিন্দা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, স্কুল শিক্ষিকাকে গণধর্ষণ মামলার প্রধান আসামি সুমন গ্রেফতারের পর তাকে বরগুনার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।