শুক্রবার, ২৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » তজুমদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » জনগণের কাছে জবাবদিহিতায় ১ম স্থান অর্জন করেছেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
জনগণের কাছে জবাবদিহিতায় ১ম স্থান অর্জন করেছেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সাদির হোসেন রাহিম, তজুমদ্দিন : জণগনের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতায় বাংলাদেশের সকল সংসদ সদস্যদের চেয়ে এগিয়ে ১ম স্থানে আছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। সাংসদ শাওন কে তার নির্বাচনি এলাকার মানুষ তাদের এলাকার যেকোনো সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে আমার এমপি ডট কম এর মাধ্যমে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাচ্ছে। ইতোমধ্যে তিনি নাগরিকদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাদের সমস্যা গুলোর সমাধান করে সর্ব মহলে ব্যাপক শুনাম অর্জন করেছেন। তিনি নাগরিকদের প্রশ্নের উত্তর গুলো ভিডিও বার্তা ও অডিও বার্তার মাধ্যমে দিয়ে থাকেন। লালমোহন ও তজুমদ্দিনের নাগরিকরা উক্ত ওয়েবসাইটের মাধ্যমে তাদের এলাকার যেকোনো সমস্যার কথা গুলো অতি সহজেই প্রশ্ন আকারে তুলে ধরেন সাংসদ শাওনের কাছে। নাগরিকদের যেকোনো প্রশ্ন রিলিজ হলে আমার এমপি ডট কম এর ভোলা-৩ আসনের এ্যাম্বেসেডর সাদির হোসেন রাহিম ও নজরুল ইসলাম শুভরাজ সাংসদ শাওনের কাছে নাগরিকদের সমস্যাগুলো উপস্থাপনের মাধ্যমে ভিডিও অথবা অডিও বার্তায় উত্তর নিয়ে আসেন। নাগরিকদের পক্ষ থেকে করা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তুলে ধরা হলো, তজুমদ্দিনের নাগরিক তুহিন তালুকদার জানতে চান তজুমদ্দিন বাজারে অল্প বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয় এ সমস্যা সমাধানে এমপি মহোদয় কোনো পদক্ষেপ নিবেন কিনা। লালমোহন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জসিম জনি জানতে চান লালমোহন-তজুমদ্দিনে বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিং সমস্যা সমাধানে এমপি মহোদয় কোনো পদক্ষেপ নিবেন কিনা। তজুমদ্দিনের নাগরিক বিশ্বজিৎ পোদ্দার জানতে চান উপমহাদেশের প্রখ্যাত সাধক অণিল বাবাজির মন্দিরের সামনে বেহাল অবস্থায় থাকা রাস্তা ও ব্রিজ টি সংস্কার করা হবে কিনা। লালমোহন থেকে সাংবাদিক ফরিদ জানতে চান রায়চাঁদ থেকে লর্ডহাডিঞ্জ বাজার পর্যন্ত বেহাল অবস্থায় থাকা রাস্তাটি মেরামত করা হবে কিনা। লালমোহন থেকে মাসুদ পারভেজ জানতে চান দেবিরচর বাজার ডিসি রোড হইতে রহিম উদ্দিন হাওলাদার বাড়ি হয়ে সোজা বেড়িবাঁধ পর্যন্ত কাঁচা রাস্তাটি পাঁকা করার জন্য এমপি মহোদয় কোনো পদক্ষেপ নিবেন কিনা। এরকম অসংখ্য সমস্যা নিয়ে এখানকার নাগরিকরা প্রশ্ন করেন। জনগণের কাছে জবাবদিহিতার মাধ্যম হিসেবে কাজ করা ব্যতিক্রমধর্মী ওয়েব সাইট আমার এমপি ডট কমে বাংলাদেশের নির্বাচিত ৩শ’ এমপি এবং সংরক্ষিত ৫০ নারী এমপিকে প্রশ্ন করা যাচ্ছে যেকোনো বিষয়ে। একই সাথে প্রশ্ন পাওয়ার ৫-৭ দিনের মধ্যেই উত্তর দিচ্ছেন সংসদ সদস্যরা। উক্ত ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে দেখা যায় জনগণের কাছ থেকে সর্বোচ্চ প্রশ্ন পাওয়া ৮ জন এমপির তালিকা। এর নিচের অপশনে দেখা যায় সর্বোচ্চ প্রশ্নের উত্তর দেওয়া সেরা ৮ জন এমপির তালিকা। পাশাপাশি রয়েছে সংসদ সদস্যদের প্রশ্নের সংখ্যা ও উত্তরের সংখ্যার উপর ভিত্তি করে স্কোরবোর্ডের তালিকা। স্কোরবোর্ডের মাধ্যমে জনগণের সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা ও এমপিদের জবাবদিহিতার প্রবণতা প্রকাশ পেয়েছে বলে মনে করছে সংস্থাটি।
এতে দেখা গেছে, আমার এমপি ডটকম ব্যবহার করে সাধারণ জনগণ নিজ নিজ এলাকার সংসদ সদস্যদের কাছে প্রায় ৬৬৫ টি প্রশ্ন করেছেন। আর এমপিরা উত্তর দিয়েছেন প্রায় ২৮০ টির। এসব প্রশ্নের অধিকাংশই ছিলো স্ব স্ব এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অভিযোগ সংক্রান্ত। এমপিদের উত্তর দেয়া বা উদ্যোগ গ্রহণের ফলে ওইসব সমস্যার সমাধান হয়েছে বলে মনে করছে স্বেচ্ছাসেবী সংস্থাটি।
উক্ত সংস্থাটির তালিকা অনুযায়ী দেখা যায়, জনগণের কাছে সর্বোচ্চ প্রশ্নের উত্তর দিয়ে জবাবদিহিতায় বাংলাদেশের সকল সংসদ সদস্যদের চেয়ে এগিয়ে আছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি তার নির্বাচনি এলাকার নাগরিকদের করা ২৯টি প্রশ্নের মধ্যে ২৭টি প্রশ্নের উত্তর দিয়ে ১ম শীর্ষ স্থানে অবস্থান করছেন। ২য় অবস্থানে আছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। তিনি ২৭ টি প্রশ্নের মধ্যে ২৬ টির উত্তর দিয়েছেন। ৩য় অবস্থানে আছেন ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান। তিনি ২৮টি প্রশ্নের মধ্যে ২৪টি প্রশ্নের উত্তর দিয়েছেন।
এলাকাবাসির সমস্যা গুলো তুলে ধরার জন্য সারা দেশে প্রায় ৫৬৯২ জন স্বেচ্ছাসেবক কর্মী হিসেবে কাজ করছেন। জনগণ এবং জনপ্রতিনিধিদের মধ্যে সংযোগ স্থাপনকারী স্বেচ্ছাসেবী সংস্থা এক বছরের মধ্যেই ভারতের নয়াদিল্লী তে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ এ্যামবিলিয়নথ এ্যাওয়ার্ড সহ একাধিক এ্যাওয়ার্ড অর্জন করে।
আমার এমপি ডট কম এর চেয়ারম্যান সুশান্ত দাস গুপ্ত ফেসবুক বার্তায় সাংসদ শাওন কে অভিনন্দন জানান। তিনি বলেন, আমার এমপি ডট কমের মাধ্যমে সাংসদ শাওনের মতো যাতে অন্যান্য সংসদ সদস্যরা তাদের নির্বাচনি এলাকার নাগরিকদের প্রশ্নের উঃ দেওয়ার মাধ্যমে তাদের সমস্যা গুলোর সঠিক সমাধান করে জনগনের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।