সোমবার, ১৮ মে ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ফেইস বুকে প্রধান মন্ত্রীর কুরুচিপূর্ন কাটুন ছবি পোষ্ট করার অভিযোগে ভোলায় এক যুবক গ্রেফতার
ফেইস বুকে প্রধান মন্ত্রীর কুরুচিপূর্ন কাটুন ছবি পোষ্ট করার অভিযোগে ভোলায় এক যুবক গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা,ভোলা,১৮ মে ॥ ফেইস বুকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কুরুচিপূর্ন কাটুন ছবি পোষ্ট করার অভিযোগে সৌদি প্রবাসি রোমান পালোয়ান (২৮) নামে এক যুবককে ভোলা ডিবি পুলিশ গ্রেফতার করেছে। সোমবার সকালে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ভোলা থানায় একটি মামলা দায়ের করেছে।
ভোলা ডিবি পুলিশের ওসি হারুন অর রশিদ জানান,ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের ছিপলী গ্রামের হারুনের পুত্র রোমান পালোয়ান প্রধান মন্ত্রী কে নিয়ে ফেইস বুকে অশ্লীল কাটুন ছবি পোষ্ট করে। এ অভিযোগে তাকে রবিবার সন্ধ্যায় ভোলা খেয়াঘাট এলাকায় তার শ্বশুর বাড়ি এলাকা থেকে একটি মোবাইলসহ আটক করে। রাতভর তাকে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। ভোলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গ্রেফতার কৃত রোমান সৌদি আরব ব্যবসা করে। কিছু দিন আগে সে দেশে আসে। এ ব্যাপারে ভোলা ডিবি পুলিশের এস আই মুহাইমুনিল বাদী হয়ে ভোলা থানা তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছে।