বুধবার, ২৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলার মেঘনায় ধরা পরছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ ।।লালমোহন বিডিনিউজ
ভোলার মেঘনায় ধরা পরছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনি বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পরছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। দাম বেশী পাওয়ায় জেলেদের মুখে হাঁসি। বুধবার সরেজমিনে গিয়ে দেখাযায়, বোরহানউদ্দিন উপজেলার মেঘনার পাড়ে মির্জা কালু, দিদার মাঝি, সুলিজ , আলিমুদ্দিন, মামুনের খাল ও সাতবাড়ীয়া, মাছঘাট গুলোতে ক্রেতা ও বিক্রেতাদের উপচেপড়া ভিড়। ভোলা ও তজুমদ্দিন কোষ্ট গার্ডের নিয়মিত টহলে অনেকটা নিরাপদে রয়েছেন মেঘনার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার মাছ ঘাটের জেলেরা, জলদস্যুরা রয়েছে আতংকে। আলিমুদ্দিন মাছ ঘাটের সাধারন জেলেরা জানান, বাংলাদেশ সরকার বিভিন্ন কর্মসুচির মাধ্যমে ঝাঁটকা ইলিশ রক্ষা করায় বর্তমানে মেঘনা নদীতে বড় বড় ইলিশ ধরা পড়ছে। ভোলা ও তজুমদ্দিন কোষ্ট গার্ড আমাদেরকে নিরাপত্তা দিতে নিয়মিত টহল দিচ্ছে, তাই আমরা নদীতে মাছ ধরতে ভয় পাইনা। বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অফিসার এফ,এম,নাজমুস সালেহীন জানান, আমি মাছঘাট গুলোতে গিয়েছি জেলেদের সাথে কথা বলেছি জানতে পেরেছি গত ১০ দিন যাবত জেলেদের জালে বেশী বেশী ইলিশ মাছ ধরা পরছে এবং মাছের দাম বেশী পেয়ে তারা খুশি। ভোলা কোষ্ট গার্ডের অপারেশন অফিসার ডিকসান চৌধুরী জানান, মেঘনা নদীতে জেলেদের নিরাপত্তা দিতে আমাদের নিয়মিত টহল টিম ২৪ ঘন্টা কাজ করছে।