মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় ভোটার তালিকা হালনাগাদের আঙ্গুলের ছাপ ও ছবি উত্তোলন।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় ভোটার তালিকা হালনাগাদের আঙ্গুলের ছাপ ও ছবি উত্তোলন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সীমান্ত হেলাল মনপুরা : সারাদেশের ন্যায় মনপুরায়ও ভোটার তালিকা হালনাগাদ ২০১৭ উপলক্ষে ছবি উত্তেলন ও আঙ্গুলের ছাপ সংগ্রহ শুরু হয়েছে। ২০ আগস্ট উপজেলার ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। ওই সময় ৩৩৯ জন ভোটারকে নিবন্ধিত করা হয়। উক্ত কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল।
এদিকে ২২ আগস্ট বুধবার উপজেলার হাজীর হাট ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে ভোটারদের ছবি উত্তোলন ও আঙ্গুলের ছাপ সংগ্রহ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসে হাজীর হাট ইউনিয়নের ৫৫০ জন ভোটারকে নিবন্ধিত করা হবে।
এছাড়াও পর্যায়ক্রমে বাকী সবকটি ইউনিয়নে এই ভোটার তালিকা হালনাগাদ, ছবি উত্তোলন ও আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হবে। আগামী ২৪ আগস্ট উত্তর সাকুচিয়া ও ২৬ আগস্ট দক্ষিন সাকুচিয়া ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল বলেন, জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরাও মনপুরা উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছি। উক্ত কার্যক্রমে মানুষ সতস্ফূর্তভাবে অংশগ্রহন করেছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।