মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিন অগ্রণী ব্যাংক ম্যানেজারের ক্ষমতার উৎস্য কোথায়!।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিন অগ্রণী ব্যাংক ম্যানেজারের ক্ষমতার উৎস্য কোথায়!।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : জাতীয় পতাকা অবমাননার ঘটনায় বোরহানউদ্দিন অগ্রণী ব্যাংকের ম্যানেজার ফরিদ উদ্দিনকে চরফ্যাসন শাখায় বদলি করা হলেও তিনি ওই আদেশ অম্যান করেন। উল্টো তিনি জোনাল অফিস কর্তৃক গঠিত তদন্ত কমিটির সদস্যদের চাকরি খেয়ে ফেলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি ব্যাংকের বোরহানউদ্দিন শাখায় নতুন দায়িত্ব পেয়ে ম্যানেজার পদে যোগ দেয়ার পরও মো: জামাল উদ্দিনকে দায়িত্ব বুঝিয়ে দেন নি। এ ঘটনায় সাধারণের মনে প্রশ্ন; ম্যানেজার ফরিদউদ্দিন জাতীয় পতাকা অবমাননার মত এমন রাষ্ট্রদ্রোহী ঘটনা ঘটিয়ে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো কীভাবে স্বপদে বহাল তবিয়তে রয়েছেন। তার ক্ষমতার উৎস্য কোথায়?
বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে অগ্রণী ব্যাংকের বোরহানউদ্দিন শাখার ভবনের দ্বিতীয় তলার জানালার গ্রিলের সাথে জাতীয় পতাকা পেচিয়ে থাকতে দেখা যায়। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় পতাকার এমন অবমাননার ছবি বিভিন্ন সমাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা প্রশাসকের গোচরে এলে তিনি সংশ্লিষ্ট ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি দেখার নির্দেশ দেন। ওই নির্দেশনা মোতাবেক ব্যাংকের ভোলা জোনাল অফিস থেকে গত ১৬ আগস্ট তাৎক্ষণিক ম্যানেজার ফরিদউদ্দিনকে চরফ্যাসন শাখায় বদলি করা হয়। একই আদেশে মো: জামাল উদ্দিনকে বোরহানউদ্দিন শাখায় বদলি করা হয়। নতুন বদলি হয়ে আসা ম্যানেজার জামাল উদ্দিন জানান, তিনি বোরহানউদ্দিন শাখায় যোগদান করেছেন তবে ফরিদ উদ্দিন সোমবার পর্যন্ত তাকে চার্জ বুঝিয়ে দেয়নি। উল্টো ম্যানেজার ফরিদউদ্দিন রাষ্ট্রীয় ছুটির দিনে ব্যাংকের ভিতর সাংবাদিক সম্মেলন ডেকে দাবি করেন, জাতীয় পতাকাকে তিনি অবমাননা করেন নি। পত্রিকাগুলোতে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ ছাপানো হয়েছে। সাংবাদিক সম্মেলনের এমন সংবাদ পত্রিকায় প্রকাশিত হলে বোরহানউদ্দিনে সমালোচনার ঝড় ওঠে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ব্যাংকের জানালার গ্রিলের সাথে জাতীয় পতাকাকে প্যাচানো অবস্থায় দেখেছেন শতশত মানুষ এবং বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবি প্রকাশিত হলে সমালোচনা এবং ম্যানেজারের বিচারের দাবি তোলা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ঘটনার সত্যতা পেয়ে তদন্ত কমিটি গঠিত হয়। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে ওই পতাকা জানালার গ্রিল থেকে সরিয়ে আড়াই হাত লম্বা একটি ডালের সাথে বেধে ভবনের তীতৃয় তলায় টানানো হয়।
ব্যাংকের ভোলা জোনাল অফিসার এজিএম হুমায়ুন কবির জানান, পতাকা অবমাননার ঘটনায় ফরিদউদ্দিনকে চরফ্যাসনে বদলি করা হয়েছে। কিন্তু সোমবার পর্যন্ত দায়িত্ব বুঝিয়ে দেয়নি। এ বিষয়ে তার বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে কি না তা জানতে চাইলে এজিএম জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জাতীয় পতাকা অবমাননার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় বিভিন্ন সুত্র জানায়, জাল রেভিনিউ-স্টাম্প ব্যবহারসহ কর্মক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বিতর্কিত ওই ম্যানেজারের বিরুদ্ধে। তোয়াক্কা করছেন না উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নির্দেশ। তার এমন দৌরাত্ম্য দেখে জনমনে প্রশ্ন উঠেছে, ম্যানেজার ফরিদউদ্দিন স্বাধীনতার স্বপক্ষে না কী স্বাধীনতার বিপক্ষ শক্তির হয়ে কাজ করছেন। তার এমন ধৃষ্টতাপূর্ণ কর্মকা-ের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।