
সোমবার, ২১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় মামলার বাদীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
ভোলায় মামলার বাদীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি: ভোলায় সানাউল হক (২৭) নামের এক মামলার বাদীকে আদালতে হাজীরা দিতে আসার সময় অপহরণ করে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ভোলা সরকারী কলেজের সামনে থেকে ইজিবাইক (অটো) থেকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে যায় আমাসী পক্ষের ভাড়াতিয়া সন্ত্রাসীরা। অপহৃত সানাউল লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাওঃ আজিজল হকের ছেলে।
অপহৃত মামলার বাদী সানাউল হক অভিযোগ করেন, গত কয়েক মাস আগে আমার বাবাকে রাতের আধাঁরে ঘরে প্রবেশ করে একই এলাকারআলী আকবর, নুরে আলম ও হাবিবুর রহমান সহ কয়েক জন হত্যার উদ্দেশ্য এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করে। এঘটনায় আমি বাদী হয়ে ভোলা কোটে মামলা দায়ের করি। যার মামলা নং সেশন ২৪৩/১৭ইং। ওই মামলার হাজীরা দিতে সোমবার সকালের দিকে লালমোহন থেকে আসামী পক্ষ আলী আকবর, নুরে আলম ও হাবিবুর রহমান সহ তিনি একই বাস যোগে ভোলা আসেন। বাস স্ট্যান্ড থেকে ইজিবাইক (আটো) যোগে ভোলা সরকারী কলেজের সামনে আসলে পরিকল্পিত আসামী পক্ষের আসামীদের ভাড়াতিয়া ৩ জন সন্ত্রাসী ইশারা দিয়ে আটো থামিয়ে তার নাম ও পরিচয় জানতে চাই। পরে সন্ত্রাসীরা তার আটো ভাড়া দিয়ে জোর পূর্বক তাকে ফিল্মি স্টাইলে মোটরসাইকেলে তুলে ভোলা সদর হাসপাতালের নতুন নির্মাণাধীন ভবনের ৫ তলা নিয়ে যায় সন্ত্রাসীরা। সেখানে নিয়ে সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা ছিনিয়ে নেয়। এর পর এলোপাথাড়ি ভাবে মারধর করে এবং মামলা তোলার জন্য চাপ প্রয়োগ করে। প্রায় দেড় ঘন্টা নির্যাতনের পর সেখান থেকে নামিয়ে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্য অনত্র নিয়ে যাওয়ার সময় সে দৌড় দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে বললে তারা তার আত্মীয় স্বজন খবর দেয় ও ভোলা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।