রবিবার, ২০ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ।।লালমোহন বিডিনিউজ
উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলী ব্রিজ এলাকায় রেললাইনের মাটি সরে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বন্যার পানিতে রেললাইনের স্লিপারের নিচে ৩০ সেন্টিমিটার এলাকার মাটি ধসে যাওয়ায় দুর্ঘটনার আশংকায় রোববার সকাল ৬টা থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
টাঙ্গাইলের রেল কর্মকর্তা রমজান আলী বলেন, হঠাৎ রেললাইনের নিচের মাটি সরে যাওয়ায় ৩০ কিলোমিটার এলাকার স্লিপার পৌলী নদীতে পড়ে যায়। এতে দুর্ঘটনার আশংকায় ওই এলাকায় ট্রেন চলাচল বন্ধ করা হয়।
এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পৌলী রেলসেতুর কাছে নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনগুলো জয়দেবপুর রেলস্টেশনে আটকা পড়ে আছে।
সকালে পাকশী ও ঢাকা থেকে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা সেতুর মেরামতকাজের জন্য রওনা দিয়েছেন বলে জানা গেছে। তবে মেরামত শেষ হতে কতো সময় লাগবে সেটা এখনো নিশ্চিত করে বলতে পারেনি কোন কর্মকর্তা।