রবিবার, ২০ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি বোরহানউদ্দিন থানার শহীদুল ইসলাম।।লালমোহন বিডিনিউজ
ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি বোরহানউদ্দিন থানার শহীদুল ইসলাম।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলা জেলা পুলিশের মাসিক অপরাধ দমন ও কল্যাণ সভায় জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি হয়ে পুরস্কার ও সনদ পত্র পেলেন বোরহানউদ্দিন থানার ওসি শহীদুল ইসলাম। একই সাথে পুরস্কার পেলেন বোরহানউদ্দিন থানার এস,আই, নাসির উদ্দিন। এস, আই, অশোক কুমার বর্মন। এস,আই, ঞ্জান কুমার ও এ এস, আই, জসিম উদ্দিন। শনিবার সকালে ভোলা পুলিশ লাইনে অপরাধ দমন ও কল্যাণ সভায় প্রধান অতিথি ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন তাদেরকে পুরস্কার ও সনদ পত্র তুলে দেন। পুলিশের মাসিক অপরাধ দমন ও কল্যাণ সভায় জেলার ৯ টি থানার মধ্যে বোরহানউদ্দিন থানার ওসি অপরাধ দমন, মাদক দ্রব্য উদ্ধার, জিন নামক প্রতারক গ্রেপ্তার, নাসকতা কারী আটক, ওয়ারেন্টের আসামী ধরা ও আইন সৃংখলা রক্ষায় শ্রেষ্ঠ ওসি হয়। তার অপরাধ দমনে সভা সমাবেশ ও অভিযানের ফলে মাদক ব্যাবসায়ী ও সেবন কারী সহ অপরাধীরা আতংকে রয়েছেন। বোরহানউদ্দিন থানার ওসি শহিদুল ইসলাম জানান, সকল অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।