বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বহু মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হলেও ধরা ছোঁয়ার বাহিরে শাহিন ওরফে (এটম)।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বহু মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হলেও ধরা ছোঁয়ার বাহিরে শাহিন ওরফে (এটম)।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বিশেষ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও সেবন কারী পুলিশের হাতে আটক হলেও ধরা ছোঁয়ার বাহিরে ও প্রশাসনের নজরের অজান্তে রয়ে গেছেন , রমাগঞ্জের শাহিন ওরফে (এটম )।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার রমাগঞ্জের পূর্বচরউমেদ এলাকার আলাউদ্দিন মাওলানার মাদ্রাসার পাশে অস্থায়ী ভাবে বসবাস করে আসছেন ইয়াবা ব্যবসায়ী শাহিন ওরফে ( এটম )। তিনি ভোলা জেলা ছারা ও দেশের ভিবিন্ন অঞ্চলে গিয়ে ছিনতায় ও মাদক ব্যবসা চালিয়ে আসছেন , এমনকি তিনি নারী লোভী ও বহু নারীকে সুকৌশলে বিবাহ করে ৪ থেকে ৬ মাস ঘর সংসার করে সুযোগ অবলম্ভন করে সর্বস্ব লুঠে নিয়ে পালিয়ে আসে ।
খোজ নিয়ে যানা যায় , ইয়াবা ব্যবসায়ী এটম এ পর্যান্ত হাফ ডজন বিবাহ করেছেন। বর্তমানে তিনি রমাগঞ্জের পূর্বচরউমেদ এলাকার অদুদ মাষ্টার বাড়ীর মতিনের মেয়ে নুরনাহার কে বিবাহ করেন এবং এখানেই অস্থায়ী ভাবে বসবাস করেন গত দুবছর যাবৎ। নোয়াখালীর মাইজদি থানার একটি মামলায় প্রায় ২ মাস জেল খেটে জামিনে ছারা পান। এরপর তিনি বরিশালের চরমোনাই মাহফিলে গিয়ে ছিনতায় ও মোবাইল ছুরির অপরাধে আটক হন।
এমন কি ভোলার এজতেমায় গিয়ে ছিনতায়ের অপরাধে আটক হয়। তিনি দীর্ঘ দিন লালমোহনের ভিবিন্ন এলাকায় গাজা ইয়াবা ব্যবসা সহ ছিনতায় করে আসলেও আজ পর্যান্ত প্রশাসনের কাছে তার সম্পর্কে কোন তথ্য নেই।
আরো জানা যায়, ছিনতাই ও মাদক ব্যবসায়ী শাহিন ওরফে এটম এর নিজস্ব জন্ম-স্থান ভোলার ইলিশা জনশন এলাকায় । তিনি তার জন্ম স্থান গোপন রেখে বিভিন্ন এলাকায় এক জায়গায় এক নাম ব্যবহার করে বসবাস করছেন।
এ ব্যপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ হুমায়ুন কবির জানান , এটম নামের কারও নাম কোনদিন শুনিনি তথ্য পেলে আইনি ব্যবস্থা নিব।