বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জেলেদের চাউল বিতরনে অনিয়ম।এমপি শাওনের হস্থক্ষেপ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে জেলেদের চাউল বিতরনে অনিয়ম।এমপি শাওনের হস্থক্ষেপ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ মিজানুর রহমান লিপু : লালমোহনে অসহায় দুঃস্থ ও জেলেদের চাউল বিতরনে বারবার অনিয়ম করে যাচ্ছেন ইউনিয়ন পরিষদ। লালমোহন ও তজুমুদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধূরী শাওনের কঠোর হস্থক্ষেপে অনিয়ম ও দূর্নীতি কে প্রতিহত করে সঠিক ভাবে চাউল বিতরন করা হয়। এমপি শাওন অসহায়, দুঃস্থও জেলেদের সরকারী সাহায্য সহযোগিতায় বরাদ্ধকৃত চাউল বিতরনে অনিয়ম বন্ধ করতে বার বার কঠোর নির্দেশ দিলেও কর্নপাত করছেনা ইউপির চেয়ারম্যান মেম্বাররা। আজ ১৭ আগষ্ট বৃহস্প্রতিবার উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের জেলেদের শেষ দু মাসের চাউল বিতরন কালে দু মাসের বরাদ্ব প্রতি জনকে ৮০ কেজি চাউলের পরিবর্তে ৬০/৬২ কেজি দিলে কার্ডধারী জেলেরা প্রতিবাদ করে। প্রতিবাদকারী জেলে সহ ২ নং ওয়ার্ড মেম্বার আলম বাধা সৃষ্টি করলে চাউলের সিপিসি নুরনবী মেম্বার তাদেরকে হুমকি ধামকী সহ গালি গালাজ করে। বিষয়টি মাননীয় সংসদ সদস্যকে জানালে তিনি উপজেলা নির্বাহী অফিসার কে দ্রুত ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার উপজেলা ভাইচ চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার সহ পুলিশ নিয়ে ইউনিয়ন পরিষদে উপস্থিত হন, বিতরনকৃত চাউল ওজন দিয়ে মাপে কম দেওয়ার প্রমান পাওয়ায় নিজেরা দাড়িয়ে থেকে চাউল বিতরন করেন।
এদিকে ২নং ওয়ার্ডের মেম্বার আলম বলেন, আমাদের ইউনিয়নে ৮৩০ জন জেলের প্রতিমাসে ৪০ কেজি করে ৪ মাসে ১৩২ টন ৮০০ কেজি চাউল বরাদ্ব হয়। প্রতি দু মাস করে আমরা ৪ মাসের চাউল ২ বারে বিতরন করি। প্রতিবার চাউল বিতরন কালে সিপিসি প্রায় ৪শ কার্ডে চাউল বিতরন না করে আত্বসাৎ করে। এছাড়াও বাকী জেলেদের মধ্যে প্রতিকার্ডে প্রায় অর্ধেক চাউল কম দিয়ে আত্বসাৎ করে। আজ আমার ওয়ার্ডে ও ১২০ জন কার্ডধারীর মধ্যে চাউল বিতরন কালে সিপিসি নুরনবী মেম্বার দুমাসের বরাদ্ব জনপ্রতি ৮০ কেজির পরিবর্তে ৬০/৬২ কেজি দিলে আমি সহ ভুক্তভোগীরা বাধাদিলে সে আমাদের গালিগালাজ সহ মারতে চেষ্টা করলে আমি বিষয়টি মাননীয় এমপি মহোদয়কে জানাই। তিনি উপজেলা নির্বাহী অফিসারকে পাঠালে কম দেওয়া জেলেদের মধ্যে প্রায়২/৩ টন বাড়তি চাউল বিতরন করেন। তিনি ভুক্তভোগী জেলেদেরকে ইউপি চেয়ারম্যান , ইউপি সচিব সহ বিতরনের সাথে সংশ্লিষ্ট সবার বিরুদ্বে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিলে উত্তেজিত জনতা প্রশমিত হয়।
এব্যাপারে নুরনবী মেম্বার বলেন, আমি মাপে কোন চাউল কম দেইনি। উপজেলা নির্বাহী অফিসার নিজে দাড়িয়ে থেকে চাউল বিতরন করেন।
উপজেলা নির্বাহী অফিসার সামছুল আরিফ বলেন, আমি নিজে দাড়িয়ে থেকে চাউল বিতরন করেছি। অনিয়মকারী চেয়ারম্যান ও ইউপি সচিবকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হবে।
জেলেদের চাউল বিতরনে অনিয়মের বিরুদ্বে কঠোর ব্যাবস্থা নেওয়ায় মাননীয় এমপি আলহাজ¦ নুরন্নবী চৌধুরী শাওনকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী ।
উপজেলা ভাইচ চেয়ারম্যান ও লালমোহন পৌর আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার বলেন, এমপির নির্দেশ অমান্য করে যারা জেলেদের মধ্যে চাউল কম দিয়েছে তাদের বিরুদ্বে আইনগত সহ দলীয়ভাবেও ব্যাবস্থা নেওয়া হবে।