বুধবার, ১৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » গজারিয়া সিকদার কান্ধি সড়ক, যেনো জনগনের সীমাহীন দুর্ভোগ!।।লালমোহন বিডিনিউজ
গজারিয়া সিকদার কান্ধি সড়ক, যেনো জনগনের সীমাহীন দুর্ভোগ!।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের সিকদার কান্ধির ১ কিলোমিটার রাস্তার বেহাল দশা। যা দেখার মতো কেই নেই বলে অভিযোগ করেন ভুক্তভোগী জনসাধারণ। স্থানীয় নবী সিকদার, আমির হোসেন দালাল, সফিজল ফকির, মালেক মিয়া ও ফারুক পাটোয়ারী অভিযোগ করে বলেন , দীর্ঘদিন ধরে আমাদের রাস্তাটির খুব খারাপ অবস্থা। এখানে কয়েক হাজার লোকের বসবাস আমাদের যাতায়াতের খুবই কষ্ট হচ্ছে। আমাদের সবচেয়ে বেশি সমস্যা আমাদের সন্তানদের স্কুলে যাওয়া-আসা নিয়ে। ছোট ছোট শিশুরা স্কুলে যাওয়ার সময় দেখা যায় তারা কাঁদার ভিতরে পড়ে গিয়ে বই পোশাক নষ্ট হয়ে যায়। এতে বাচ্চারা স্কুলে যেতে চায় না।
আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করছি যেন তারাতারি এই রাস্তাটি ফাঁকা করা হয়। এ ব্যাপারে পশ্চিম চর উমেদ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জাকিয়া ও স্থানীয় আওয়ামী লীগ নেতা পিন্টু সিকদার বলেন, আমরা এলাকার সবাই মিলে বালু ও খোয়া পেলি, যা বৃষ্টি হলে থাকে না এখানে এই রাস্তাটিতে শুধু ১ টি কালভার্ট আছে যা এখানকার পানি নামার জন্য খুবই নঘন্য। এই ১ কিলোমিটার রাস্তায় কয়েকটি কালভার্টের প্রয়োজন।