বুধবার, ১৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ভুয়া ম্যাসেজ দিয়ে বিকাশ এজেন্টে থেকে টাকা তুলতে গিয়ে প্রতারক আটক! লালমোহন বিডিনিউজ
লালমোহনে ভুয়া ম্যাসেজ দিয়ে বিকাশ এজেন্টে থেকে টাকা তুলতে গিয়ে প্রতারক আটক! লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: লালমোহনে বিকাশ এজেন্টের নাম্বারে ভুয়া ম্যাসেজ দিয়ে টাকা হাতিয়ে নিতে গিয়ে ধরাশায়ী এক যুবক।
আটক যুবকের নাম রাকিব । সে লালমোহন বাজারের রাকিব গার্মেন্টস এর মালিক মো: দেলোয়ার মিয়ার ছেলে ।
জানা যায়, বুধবার রাতে লালমোহন বাজার চৌরাস্তা সংলগ্ন নাঈম ইলেক্ট্রনিক্স এর বিকাশ এজেন্ট নাম্বারে দশ হাজার টাকার একটি ভুয়া ম্যাসেজ দিয়ে টাকা তুলতে যায় প্রতারক রাকিব। দোকানি রাকিবের বলা নাম্বার অনুযায়ী ম্যাসেজ দেখে তাকে দশ হাজার টাকা দিয়ে দেয় ।
পুনরায় একই পদ্ধতিতে একই দোকান থেকে আরো দশ হাজার টাকা তোলে রাকিব । সে চলে যাওয়ার পর দোকানি তার ম্যাসেজ অনুযায়ী ব্যালেন্স চেক করে দেখেন তাতে কোন টাকা জমা হয়নি ।
অপরদিকে আবারো একই পদ্ধতিতে টাকা তোলার জন্য নাঈম ইলেক্ট্রনিক্সের বিকাশ পয়েন্টে আসে রাকিব । তখন তার বলা নাম্বার ও ভুয়া ম্যাসেজ দেখে দোকানি তাকে আটক করে ।
পরবর্তীতে লালমোহন থানা পুলিশ গিয়ে প্রতারক রাকিব কে উদ্ধার করে থানায় নিয়ে আসে ।