বুধবার, ১৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ফার্মগেট ট্রাফিক পুলিশের বিতর্কিত আচরণের ভিডিও সহ সোশ্যাল মিডিয়ায় ।।লালমোহন বিডিনিউজ
ফার্মগেট ট্রাফিক পুলিশের বিতর্কিত আচরণের ভিডিও সহ সোশ্যাল মিডিয়ায় ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: ক্ষমতাবান হওয়ার আগে সবাই এর সঠিক ব্যবহার করবে বলে আশ্বাস দিলেও শতকরা হাতে গোনা কয়জন ছাড়া বাকি সবাই এর যাচ্ছেতাই ব্যবহার করে। তাই ক্ষমতাবান হওয়ার আগে আপনার বিবেককে প্রশ্ন করুন এবং সে কি চায়?
পুলিশ হচ্ছে একটি দেশের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত আইন কার্যকর, সম্পত্তি রক্ষা, সামাজিক অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। তাদের ক্ষমতা বল বৈধতা ব্যবহারের অন্তর্ভুক্ত। একটি দেশ যে একটি নির্ধারিত দায়িত্ব আইনগত বা স্থানিক এলাকার মধ্যে যে দেশ ক্ষমতা পুলিশ অনুশীলন করায় অনুমোদিত হয় পুলিশ পরিষেবার সাথে সংযুক্ত করা হয় সাধারণত। আইন প্রয়োগকারী কার্যকলাপ পুলিশি একটি অংশ মাত্র।
পুলিশ প্রশাসনকে বিতর্কের মধ্যে পড়তে হয় কিছু সদস্যের বিতর্কিত ঘটনার কারণে।
সেরকমই একটি ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে দেখা গেছে সম্প্রতি ফার্মগেটের সেন্টার পয়েন্ট কনকর্ড ভবনের ( আল রাজি হাসপাতাল) সামনে এক ট্রাফিক সার্জেন্ট একটি মোটরসাইকেলকে আটক করে। এর প্রশ্নোত্তর পর্ব চলতে চলতেই ওই ট্রাফিক সার্জেন্ট হাতে থাকা লাঠি দিয়ে ভয়ংকরভাবে মারতে শুরু করেন। ভিডিওটি না দেখলে বোঝা যাবে না কী ভয়ংকর ভাবে আক্রমণ করেন ওই সার্জেন্ট।
তার এই ‘অপেশাদার’ আচরণে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, ‘মোটর সাইকেল আরোহীদের সমস্যা থাকলে তাদের বিরুদ্ধে মামলা দেবে, এইভাবে তো মারতে পারে না।’
গত বছর ধানমণ্ডিতে এক ব্যক্তিকে মাটিতে ফেলে বুট দিয়ে ক্রমাগত লাথি মেরে সমালোচিত হয়েছিলেন এক পুলিশ কর্মকর্তা। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল।