বুধবার, ১৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ শুরু ।।লালমোহন বিডিনিউজ
গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ শুরু ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ ,সোহেল সিকদার ঢাকা: গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয়েছে।
বুধবার সকাল সোয়া ১০ টায় নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়।
সংলাপে এখন পর্যন্ত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার প্রায় ২০ জন প্রতিনিধি উপস্থিত হয়েছেন। কে.এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনররা সহ সচিবলায়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
আগামী ২৪ আগস্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, আগামী একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয়। সবার সঙ্গে আলোচনার মাধ্যমেই নির্বাচনের রোডম্যাপ ও কর্মপরিকল্পনা ঠিক করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়।