মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ব্যাপক আয়োজনে শোক দিবস পালিত।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ব্যাপক আয়োজনে শোক দিবস পালিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে স্মরণকালের সর্বোচ্চ আয়োজনের মধ্য দিয়ে সোমবার জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা আ’লীগ ও এর সহযোগি সংগঠন সহ উপজেলার ৪ টি কলেজ, ৩৮ টি মাদ্রাসা, ২৩ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৫১ টি প্রাথমিক বিদ্যালয় পৃথক পৃথক কর্মসূচী পালন করে। এছাড়া পৌরসভা সহ উপজেলার ৯ টি ইউনিয়ন নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলেরর নেতৃত্বে বিশাল শোক র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে শেষ হয়। ওই স্থানে ওই সময় সংদ সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার মো. আ. কুদদূসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার প্রকৌশলী আহম্মদউল্লাহ প্রমুখ। এসময় অন্যান দেন মধ্যে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও শেখ রাছেল স্মৃতি পাঠাগারের সভাপতি মো: দ্বিন ইসলাম রুবেল। উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইসমাইল খান।
দুপুর পৌনে ২ টায় উপজেলার ২৫ টি মসজিদে বঙ্গবন্ধুর আত্বার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে স্থানীয় সংসদ সদস্য গরীব ও দু:স্থদের মাঝে কাঙ্গালি ভোজ বিতরণ করেন।