মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে মাদ্রাসাছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে মাদ্রাসাছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার জাহানপুর ইউনিয়নে জোর পুর্বক ভয়ভীতি দেখিয়ে বাসায় একা পেয়ে অষ্টম শ্রেনীতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করার ফলে অন্তসস্তার ঘটনায় মোক্তার নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মোক্তার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভুট্টু মেম্বারের ছেলে
সোমবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে শশীভূষন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ও ২০০৩ সংশোধনী ৯(১) মোতাবেক মামলা দায়ের করেন।শশীভূষন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।
মামলায় বাদী অভিযোগ করেন,গত ২৭ জুন তিনি শারিরীকভাবে অসুস্থ্য হয়ে পড়লে ২৮ জুন ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। এ সময় তাদের দুর সর্ম্পকের আত্বীয় মোক্তার ট্রলার মেরামতের জন্য পাচঁ কপাট এলাকায় এসে তার বাড়িতে অবস্থান করেন। রাতে আমার মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষক মোক্তার ভয়ভীতি দেখিয়ে ৫/৬দিন ধরে জোর পুর্বক ধর্ষণ করে।
ধর্ষিতা কিশোরীর মা সুস্থ হয়ে ভোলা হাসপাতাল থেকে বাড়িতে আসলে মেয়ে তার মা’র নিকট ধর্ষনের বিষয়টি অবহিত করেন। ধর্ষক মোক্তার টের পেয়ে পালিয়ে ঢালচর চলে যায়। এ সময় ধর্ষিতাকে ভোলা নিয়ে সদর হাসপাতালে গাইনি বিভাগে চিকিৎসা করেন। কিশোরীর শারিরীক অবস্থার পরিবর্তন দেখে ৬আগষ্ট চরফ্যাশন হাসপাতালের ডাক্তার ডা.শাহীন আরা আহম্মেদ এর নিকট নিয়ে গেলে তিনি কিশোরীর আলট্রাসনোগ্রাম করে দেখতে পান সে অন্তসস্তা।
পুর্ব আত্বীয়তার জের ধরে ধর্ষিতার পিতা ইউপি সদস্য ভুট্টুর সাথে আলাপ করলে তিনি কিশোরীর গর্ভের বাচ্ছা নষ্ট করে দেওয়ার প্রস্তাব দেয় এতে তারা রাজি না হওয়ার কারনে বিভিন্ন সময়ে প্রভাবশালী ব্যক্তি দিয়ে মোবাইল ফোনে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়। এ সংবাদ লেখা পর্যন্ত আসামী মোক্তারকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।