সোমবার, ১৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে শিক্ষক সংকটে খুঁড়িয়ে চলছে শিক্ষা ব্যবস্থা ! লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে শিক্ষক সংকটে খুঁড়িয়ে চলছে শিক্ষা ব্যবস্থা ! লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় দুটি সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষট সংকটে যেন খুঁড়িয়ে খঁড়িয়ে চলছে ।
ফলে বিদ্যালয়গুলো শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আশির্বাদের বদলে অভিশাপে রুপ নিচ্ছে।
চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও ফজিলাতুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয় দুটিতে শিক্ষক আছে মাত্র ৩ জন করে। অথচ প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক কোঠা রয়েছে ৯ জনের। প্রতিটি বিদ্যালয়ে ছাত্র- ছাত্রীর সংখ্যা চার শতাধিক। অতিথি শিক্ষকের চার্জ বহন করে শিক্ষার্থীরা। দুটি স্কুল সরকারি হয়েও শিক্ষক সংকট ও অনিয়মের কারনে পড়া লেখার মান নিয়ে চিন্তিত হয়ে পড়েছে শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সচেতন মহল।
একটি স্কুলে ৩ জন শিক্ষক ৫টি ক্লাসের ৪ শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যত উজ্জল করবে কিভাবে? এমন প্রশ্ন তজুমদ্দিন বাসীর। দুটি উচ্চ বিদ্যালয়ের প্রায় আট শতাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবনের ভবিষ্যত কি? এমন প্রশ্নের পাশাপাশি কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে ও প্রশ্ন তুলছেন তজুমদ্দিনবাসী । এ সমস্যা লাগবের জন্য সংলিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন স্থানিয়রা।