শুক্রবার, ১১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে মেঘনায় জেলে নিখোজ-কোষ্ট গার্ড ও পুলিশের অভিযান
বোরহানউদ্দিনে মেঘনায় জেলে নিখোজ-কোষ্ট গার্ড ও পুলিশের অভিযান
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি: একটি ইলিশকে নিয়ে মেঘনা নদীতে দুই নৌকার জেলেদের মধ্য ঝগরা হয় এ সময় দুলাল মাঝি নামের এক জেলে নদিতে পড়ে নিখোজ হয়। নিখোজ দুলাল মাঝি টবগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নুরু মির্ধার ছেলে। বুধবার বিকাল ৩ টার সময় ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন দিদার মাঝি মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানায়, দিদার মাঝি মাছ ঘাটের মহিউদ্দিন মাঝি তার ছেলে রাছেল ও অপর নৌকার দুলাল মাঝি দের জালে পেচিয়ে একটি ইলিশ মাছ ওঠে। ইলিশ মাছটিকে নিয়ে দুই গুরুপের মধ্যে ঝগরা হয়। এ সময় দুলাল মাঝি নদীতে পড়ে নিখোজ হয়। এ ঘটনায় তজুমদ্দিন কোষ্ট গার্ড ও বোরহানউদ্দিন থানা পুলিশ খবর পেয়ে মেঘনা নদীতে উদ্ধার অভিযান চালায় । পরে ভোলা থেকে কোষ্ট গার্ডের আরো একটি টিম এসে উদ্ধা অভিযানে যোগদেয়। এই রিপোট লেখা পর্যন্ত নিখোজ দুলাল মাঝিকে খুজে পাওয়া জায়নি, তবে কোষ্ট গার্ড ও পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে বোরহানউাদ্দন থানার অফিসার ইনচার্জ মো: শহীদুল ইসলাম জানান, নিখোজ দুলাল মাঝিকে উদ্ধার অভিযান চলছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করব।