বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে খাল দখলের প্রতিবাদে স্বারকলিপি প্রদান
তজুমদ্দিনে খাল দখলের প্রতিবাদে স্বারকলিপি প্রদান
লালমোহন বিডিনিউজ , তজুমদ্দিন প্রতিনিধি: তজুমদ্দিনে মাছ চাষের উদ্দেশ্যে একটি প্রভাবশালী মহল সরকারী খালে বাঁধ দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করায় আমনের বীজসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর প্রতিবাদে ক্ষতিগ্রস্থ কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, কৃষি অধিদপ্তর সহ বিভিন্ন কার্যালয়ে স্বারকলিপি প্রদান করেছেন।
জানাযায় , এক সময় তজুমদ্দিন সদর থেকে পানি পথে একমাত্র যোগাযোগের মাধ্যম মাওলানা কান্দি-বেতুয়া খালটি সংস্কারের অভাবে চলাচল অযোগ্য হয়ে পড়ে। খাল মরে যাওয়ায় ইরি বোরো ধান চাষেও দেখা দেয় পানি সমস্যা। বর্ষা মৌসুমে প্রায় সময়ই অতিবৃষ্টিতে দেখা দিয়েছিল জলাবদ্ধতা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মারজান সরকার জানান, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অধিনে ২০১৬-১৭ অর্থ বছরে জনগণের সুবিধার্থে ২৮ লক্ষ টাকা ব্যয়ে ২২ হাজার ৪শত ৯৬ ফুট ঘণমিটার মাটি খনন করে এই খালটিকে পানি চলাচল ও ব্যবহার উপযোগী করা হয়।
খালে বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে স্বারকলিপি প্রদানকারী শশীগঞ্জ গ্রামের মোঃ হাফেজ, বশিরউল্যাহ, মজিরউদ্দিন, মোঃ ফারুক, শফিউল্যাহ, জয়নাল, আঃ মালেক সহ প্রায় অর্ধশত কৃষক জানান, তজুমদ্দিনের একটি প্রভাবশালী মহল সরকারী খালে মাছ চাষের উদ্দেশ্যে বাঁধ দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। যে কারনে আমন ধানের বীজতলাসহ বাড়ীঘর ও জমিনের ফসলের ব্যাপক ক্ষতি হইতেছে। দখলকারীরা প্রভাবশালী হওয়ায় এলাকার মানুষ জিম্মি হয়ে আছে। এ কারনেই প্রশাসনের কাছে স্বারকলিপি দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জালালউদ্দিন ও উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন তালুকদার খাল দখলের প্রতিবাদে স্বারকলিপি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, অতি দ্রুত দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।