বুধবার, ৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ১লক্ষ গাছের চারা রোপণের লক্ষ্যে সোস্যাল মিডিয়া সংলাপ
বোরহানউদ্দিনে ১লক্ষ গাছের চারা রোপণের লক্ষ্যে সোস্যাল মিডিয়া সংলাপ
লালমোহন বিডিনিউজ, এইচ, এম, এরশাদ বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ আগষ্ট ১২.০১ মিনিটে উৎসব মুখর আয়োজনের মধ্যদিয়ে ১ লক্ষ গাছের চারা রোপণের লক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলার সাংবাদিকদের সাথে সোস্যাল মিডিয়া সংলাপের আয়োজন করেছেন। বুধবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এই সোস্যাল মিডিয়া সংলাপের আয়োজন করা হয়। এই মিডিয়া সংলাপে উপজেলার বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বোরহানউদ্দিন শাহাবাজপুর প্রেসক্লাব, বোরহানউদ্দিন প্রেসক্লাব ও রিপোর্টাস্ ইউনিটির সাংবাদিকগণ অংশ নেয়। সংলাপে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দূস জানান, আগামী ১৪ আগষ্ট ১২ টা ০১ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী তথা জাতীয় শোক দিবসের স্মরণে ১ লক্ষ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো বলেন উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, সরকারী রাস্তাসহ প্রায় ৫ শতাধীক স্থানে এই গাছের চারাগুলো লাগানোর প্রস্তুতি নেয়া হয়েছে। বোরহানউদ্দিন উপজেলার প্রত্যেকটি মানুষ ঐদিন উৎসব মুখর পরিবেশে অন্তত ১টি করে গাছ লাগিয়ে এই গাছ উৎসব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক এইচ.এম এরশাদ, সহ-সভাপতি সাগর চৌধুরী ও মিশ্র দাস উজ্জল। বোরহানউদ্দিন শাহাবজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ-সভাপতি বাবুল কাজী সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দে, ফয়সাল আহাম্মেদ, জোবায়ের হোসেন, মোর্শেদ আলম, মো. কবির হোসেন সহ অন্যান্য সদস্য বৃন্দ। বোরহানউদ্দিন রিপোর্টাস্ ইউনিটির সভাপতি মোবাশে^র হাসান শিপন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ সকল সদস্য বৃন্দ।