রবিবার, ১৭ মে ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলা থেকে পাচার কালে ২ ট্রলারসহ বিপুল পরিমান অবৈধ বাগদা রেনু জব্দ
ভোলা থেকে পাচার কালে ২ ট্রলারসহ বিপুল পরিমান অবৈধ বাগদা রেনু জব্দ
সালাম সেন্টু লালমোহন :ভোলার তেঁতুলিয়া নদী থেকে পাচার করার সময় কোস্টগার্ড রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে ২টি ট্রলার সহ প্রায় ৩২ লক্ষ পিছ অবৈধ বাগদা চিংড়ি রেনু জব্দ করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬২ লক্ষ টাকা । তবে কোস্টগার্ড কউিকে আটক করতে পারেনি।
কোস্টগার্ড জানায়, লেঃ রউফ এর নেতৃত্বে রবিবার ভোর রাতে ভোলার লালমোহন তেঁতুলিয়া নদীতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালায়। এসময় লাহারহাট এলাকা থেকে ২টি ট্রলার আটক করে। ওই ট্রলারে তল্লাশি চালিয়ে ৬২ ব্যারেল ড্রামে থাকা প্রায় ৩২ লক্ষ পিছ বাগদা রেনু জব্দ করে। এ সব অবৈধ রেনু ভোলার বোরহানউদ্দিন থেকে খুলনা যাচ্ছিলো। তবে আটকের সময় ওই রেনু পোনার মালিক ও পরিবহনের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। পরে জব্দ কৃত এসব বাগদা রেনু ভোলা খেয়াঘাট নদীতে অবমুক্ত করা হয়।