বুধবার, ৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে স্কুল ছাত্রীর ছবি তুলতে গিয়ে এক বখাটে আটক
লালমোহনে স্কুল ছাত্রীর ছবি তুলতে গিয়ে এক বখাটে আটক
লালমোহন বিডিনিউজ: লালমোহনে স্কুল ছাত্রীর ছবি তুলতে গিয়ে মো: সোহাগ নামের এক বখাটে কে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে উপজেলার সদর লালমোহন ইউনিয়ন ৩নং ওয়ার্ড কালিরটেক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দ: লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর এক ছাত্রী কে বিদ্যালয়ে যাতায়াতের সময় উপজেলার ধলীগৌরনগর এলাকার বাবুল মিয়ার ছেলে হোন্ডা ড্র্ইাভার সোাহগ প্রায় উত্যক্ত করতো । তারই ধারাবাহিকতায় বৃধবার ঐ ছাত্রী স্কুল ছুটি পেয়ে বাড়ি ফেরার সময় স্থানীয় ফারুক মাষ্টারের বাড়ির দরজায় পথরুদ্ধ করে মোবাইলের মাধ্যমে ছবি তোলে সোহাগ। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সোহাগ কে আটক করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট হাজির করে ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন বলেন, স্থানীয়রা বখাটে সোহাগ কে আটক করে আমার কাছে আনলে আমি ছাত্রীর অভিভাবক কে সংবাদ দিয়ে বিদ্যালয়ে আসতে বলি ।
এসময় ছাত্রীর অভিভাবক কে বিষয়টি জানালে তারা বিদ্যালয় বরাবর একটি লিখিত অভিযোগ করে । পরবর্তীতে অভিযোগের বিষয়টি লালমোহন উপজেলা নির্বাহি অফিসার কে অবহিত করলে তিনি পুলিশ পাঠিয়ে বখাটে সোহাগ কে লালমোহন থানায় নিয়ে যাওয়া হয় অভিযোগের কাগজ সহ , বলে ও জানান প্রধান শিক্ষক ।
লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, ওরা আপন ভাই বোন,মাদকের জড়িত কিছু লোক ভুল তথ্য দিয়েছে ইউএনও স্যার কে । ।
া