মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | বিবিধ | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে খুন, ধর্ষণ নিয়ন্ত্রণে আনা যাবে না- এইচ এম এরশাদ
রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে খুন, ধর্ষণ নিয়ন্ত্রণে আনা যাবে না- এইচ এম এরশাদ
লালমোহন বিডিনিউজ: ২০১৭ সালের শুরু থেকে দেশে হঠাৎ করে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। সেই সঙ্গে প্রতিদিনই ঘটছে খুনের ঘটনা। এ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশ আজ ভালো নেই। প্রতিদিন ধর্ষণ আর খুন ছাড়া কোন খবর নেই।’
সোমবার চট্টগ্রামের একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এইচ এম এরশাদ। তিনি মূলত একটি আর্থিক প্রতিষ্ঠানের বার্ষিক সভায় অংশ নিতেই চট্টগ্রামে যান। তিনি বলেন, ‘দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে বিনিয়োগ বাড়বে না। খুন, ধর্ষণের ঘটনাও নিয়ন্ত্রণে আনা যাবে না।’
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘পত্রিকা খুললেই ধর্ষণ আর খুনের খবর পাওয়া যায়। এসব খবর আমাদের ব্যাথিত করে। এর আগে আমি বলেছিলাম, এই দেশে নারী হয়ে জন্ম নেয়াটা মহাপাপ, অভিশাপ। নারীর ক্ষমতায়ন নিয়ে কথাবার্তা হলেও সেটি শুধুমাত্র ঢাকায় সীমাবদ্ধ। গ্রামে, গঞ্জে মেয়েরা আজো অবহেলিত।’
প্রতিদিন অনেক ঘটনাই ঘটে। সবকিছৃুতো আর খবরের কাগজে আসে না বলে মন্তব্য করেন এরশাদ। তিনি আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাংসদ মাহজাবিন মোরশেদ ও সোলাইমান আলম শেঠসহ আরো অনেক স্থানীয় নেতা উপস্থিত ছিলেন।