রবিবার, ৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা
বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ পাওয়া গেছে। মিলনবাজার সংলগ্ন গাজি বাড়ীর ইয়াছিন বেপারীর মেয়ে মিনারা বেগম ও রহিমা বিবি অভিযোগ করে বলেন, রবিবার সকাল আনুমানিক ৮ টার সময় পার্শবর্তি বাড়ির কামাল, জামাল, মোতাহার, সফিক ও মাসুম আমাদের ভোগ দখলিয় জমি দখল করতে আসে এ সময় আমরা বাধা দিলে আমাদেরকে এলো পাথারী মারধোর করে ও টানা হেচরা করে আমাদের পরনের কাপর ছিরে ফেলে। পরে আমাদেরকে প্রান নাশের হুমকি দিয়ে আমাদের বাগানে থাকা গাছ গুলো কেটে নিয়ে যায় হামলা কারীরা। আহত মিনারা ও রহিমা বিবি বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত জামালের কাছে জানতে চাইলে তিনি জানান, মিনারা ও রহিমার বাবা ইয়াছিন বেপারী দির্ঘ ৩০ বৎসর আমাদের জমি দখল করে আছে আমরা আমাদের জমি দখল করতে গেলে মিনারা ও রহিমা আমাদেরকে বাধা দেয় পরে আমরা কিছু গাছ কেটে নিয়ে আসি। এ ঘটনায় মিনারা বেগম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন ।