রবিবার, ৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
চরফ্যাশনে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি: ভোলা জেলার চরফ্যাশনে মো: নিরব (২৮) ও শারমিন (২৪) নামের স্বামী ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টায় দিকে পৌর সভা ২নং ওয়ার্ড এলাকা থেকে এ যুগলের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশ্ববর্তী স্কুল ছাত্র ইসমাইল ও তার বোন পৌরসভার ২নং ওয়ার্ডের মিঝি বাড়ীর পাশ দিয়ে সন্ধ্যায় যাচ্ছিল। এ সময় ঐ ঘর থেকে আহাদ নামে দেড় বছরের শিশু বাচ্চার কান্না শুনতে পায় তারা । টিনের ঘরের দরজায় ধাক্কা দিয়ে ভিতরে গিয়ে দেখে একজন মাটিতে শুয়ে আছে অন্যজন ওড়না দিয়ে ঘরের চালের সাথে টানানো রয়েছে। এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দেখতে পায় এবং থানায় সংবাদ দেয়া হয়।
চরফ্যাশন থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) জাহাঙ্গীর আলম জানান, তারা উভয়ে স্বামী-স্ত্রী গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রথমিক ধারণা করা হয়। স্বামীর লাশ মাটিতে পাওয়া যায় এবং স্ত্রীর লাশ গলায় ওড়না অবস্থায় টানানো দেখা যায়। ওড়নাটা কাটা দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় আনা হয়েছে।
স্থানীয়রা জানান, নিহত শারমিনের এটি ছিল দ্বিতীয় বিয়ে। তারা প্রেম করে বিয়ে করেছেন। শারমিনের বাড়ি উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ফ্যাশনগঞ্জ বলে জানা গেছে।
তার স্বামীর বাড়ি চরফ্যাশন পৌর ২নং ওয়ার্ডে। স্থানীয় কাইমুদ্দিন মোড় এলাকার একটি স্ব-মিলে কাজ করত সে ।
এ ঘটনায় চরফ্যাশন পৌর সভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, অফিসার ইনচার্জ এনামূল হক, অফিসার ইনচার্জ তদন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন ।